• Sheikh Hasina: জুলাই মাসে ভারত সফরে আসছেন ‌‌বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা...
    আজকাল | ০১ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জুলাই মাসের প্রথম দিকে ভারত সফর আসবেন বলে জানা গেছে। ভারতে এখন চলছে লোকসভা নির্বাচন। ৪ জুন ফলপ্রকাশ। তাই সম্ভবত ভারতের নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে হাসিনাই প্রথম দ্বিপাক্ষিক বৈঠকে বসতে চলেছেন। ওই বৈঠকে বাংলাদেশের কৌশলগত ক্ষেত্রে ক্রমবর্ধমান চীনা প্রতিপত্তি নিয়ে আলোচনা হতে পারে। প্রসঙ্গত, গত বছর বাংলাদেশের চট্টগ্রামের কক্সবাজার জেলার পেকুয়ায় ১.২ বিলিয়ন ডলারে নির্মিত ‘বিএনএস শেখ হাসিনা’ সাবমেরিন ঘাঁটি–বাংলাদেশের বুকে প্রথম যা চীনের সহায়তায় নির্মিত। যা দিল্লির উদ্বেগ বাড়িয়েছে। জানা গেছে, সাবমেরিন ঘাঁটিতে ঢাকার দুটি সাবমেরিন থাকবে। যেগুলি বিএনএস নবযাত্রা এবং বিএনএস জয়যাত্রা। ২০১৭ সালে বেজিং থেকে সংগ্রহ করা হয়েছিল দুটি সাবমেরিন। সূত্রের খবর, ভারত গোটাটাই পর্যবেক্ষণ করেছে। বাংলাদেশ সরকারের সূত্রের খবর, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বোঝাতে চান যে বাংলাদেশ সরকার ভারত ও চীনের মধ্যে কৌশলগত ভারসাম্য বজায় রাখবে, যা বঙ্গোপসাগরের শান্তি ও সমৃদ্ধি স্থাপনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেখ হাসিনা শেষবার ভারত সফরে এসেছিলেন ২০২৩ সালের সেপ্টেম্বরে জি–২০ সম্মেলনের সময়। 
  • Link to this news (আজকাল)