• Raghav Chadha: চোখের বিরল অসুখে ভুগছেন রাঘব, চিকিৎসা চলছে লন্ডনে, জানাল আপ ...
    আজকাল | ০১ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারির পর থেকে সক্রিয় রাজনীতি থেকে উধাও আপের রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডা। লোকসভা নির্বাচন চলাকালীন রাজনৈতিক ময়দানে তাঁর অনুপস্থিতি ঘিরে নানা জল্পনাও রয়েছে। এর মাঝেই রাঘবকে নিয়ে বড় আপডেট দিল আপ। মঙ্গলবার দিল্লির মন্ত্রী সৌরভ ভরদ্বাজ জানান, চোখের বিরল অসুখে ভুগছেন রাঘব। ৪ মার্চ থেকে লন্ডনে রয়েছেন চিকিৎসার কারণে। চোখে অস্ত্রোপচার হয়েছে। সময়মতো চিকিৎসা না হলে অন্ধ হয়ে যেতেন তিনি। পুরোপুরি সুস্থ হয়ে শীঘ্রই দেশে ফিরবেন। ফের দলের নির্বাচনী প্রচারে যোগ দেবেন। কেজরিওয়ালের গ্রেপ্তারির প্রতিবাদ থেকে শুরু করে তাঁকে ইনসুলিন না দেওয়ার ঘটনা ঘিরে সমাজ মাধ্যমে সরব হয়েছেন রাঘব। জল্পনা ছিল, কেজরিওয়ালের পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পরবর্তী টার্গেট রাঘব। সেই জল্পনার মাঝেই লন্ডনে পাড়ি দেন সাংসদ। লন্ডনে রাঘবের কাছেই ছিলেন পরিণীতি চোপড়া। ছবি রিলিজের কারণে দেশে কিছুদিনের জন্য এসেছিলেন। ফের লন্ডনেই ফিরে গেছেন।
  • Link to this news (আজকাল)