• Weather Update: মঙ্গলবারে ৪৩ ছুঁল শহরের তাপমাত্রা, আগামী চারদিন তীব্র তাপপ্রবাহের সতর্কতা...
    আজকাল | ০১ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: সকাল ১০টার পর থেকে ব্যস্ত কলকাতাকে আর ব্যস্ত দেখাচ্ছে না। ধর্মতলা, ডালহৌসি, শিয়ালদা, দমদম চত্বর কার্যত শুনশান। তীব্র তাপপ্রবাহের জেরে ১০টার মধ্যেই নিজ নিজ গন্তব্যে পৌঁছে যাচ্ছেন সাধারণ মানুষ। খুব জরুরি প্রয়োজন ছাড়া কেউই বাড়ি থেকে বেরোচ্ছেন না। মঙ্গলবার শহরের তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৪৩ ডিগ্রিতে। যা গত ৪৪ বছরের ইতিহাসে এপ্রিল মাসে রেকর্ড তাপমাত্রা। আগামী চারদিন দক্ষিণবঙ্গের সাত জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। সোমবার কলকাতার তাপমাত্রা ছিল ৪১.৭ ডিগ্রি। মঙ্গলবার তা আরও দুই ডিগ্রি বেড়ে দাঁড়িয়েছে ৪৩ ডিগ্রিতে। বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, ঝাড়গ্রামে তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করা হয়েছে। হলুদ সতর্কতাও জারি করা হয়েছে বেশ কিছু জেলায়।
  • Link to this news (আজকাল)