• রাজভবন, জাদুঘরকে উড়িয়ে দেওয়ার হুমকি, তদন্তে লালবাজার
    আজকাল | ০১ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: দেশজুড়ে চলছে লোকসভা নির্বাচন। রাজ্যে রাজ্যে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। প্রত্যেক জায়গাতেই বর্তমানে কড়া নিরাপত্তা। তার মধ্যেই ইমেলে হুমকি পেল কলকাতায় দুই দর্শনীয় স্থান। মঙ্গলবার দুপুরে হঠাৎই হুমকির ইমেল আসে কলকাতার জাদুঘর এবং রাজভবনের কাছে। ইমেলে বলা হয়, রাজভবন, জাদুঘর উড়িয়ে দেওয়া হবে। নাশকতার ছক রয়েছে। রাতারাতি খবর পৌঁছয় লালবাজারে। টেরোরাইজার ১১১ নামক একটি সংগঠনের তরফে পাঠানো ওই হুমকি ইমেলে লেখা ছিল রাজভবন, জাদুঘরের ভেতরে বিস্ফোরক রয়েছে। একসঙ্গে প্রচুর মানুষকে মেরে ফেলাই এই হামলার লক্ষ্য। ইমেল আসার পরেই রাজভবন এবং জাদুঘরে চলে চিরুনি তল্লাশি। স্নিফার ডগ দিয়ে চালানো হয় তল্লাশি অভিযান।
  • Link to this news (আজকাল)