• DEATH: কলকাতায় হিটস্ট্রোকে মৃত্যু হল এক যুবকের
    আজকাল | ০১ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: তীব্র গরমে কলকাতায় মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম প্রবন্ধ রানা। জানা গিয়েছে, কলকাতার বাগুইআটির অর্জুনপুর এলাকার বাসিন্দা তিনি। তাঁর বয়স ২৯ বছর। সোমবার কলকাতায় একটি কাজে এসে তিনি অসুস্থ হয়ে পড়েন। বড়বাজার থানার পুলিশ তাঁকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। সোমবার সেখানেই মারা যান তিনি। হিট স্ট্রোকের কারণেই তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিক অনুমান। ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি বলেন, "কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন বাগুইআটির বাসিন্দা ওই যুবক। সোমবার দুপুর নাগাদ মহাত্মা গান্ধী রোডের ওপর ওই ব্যক্তিকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট। তড়িঘড়ি খবর দেওয়া হয় বড়বাজার থানায়। থানার তরফে তাঁকে স্থানীয় এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি মারা যান। মঙ্গলবার তাঁর ময়নাতন্ত করা হয়েছে। সেই রিপোর্ট এখনও আমাদের কাছে না আসায় হিটস্ট্রোকেই যে মৃত্যু হয়েছে সেটা আমরা নিশ্চিত করে বলতে পারছি না।" কার্যত সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে গরম। সোমবার কলকাতায় পারদ ছুঁয়েছে ৪১.৭ ডিগ্রি। মঙ্গলবার কলকাতায় তাপমাত্রা ছিল ৪৩.০ ডিগ্রি। যা গত ৪৪ বছরে এপ্রিল মাসে গরমের রেকর্ড। গরম উপেক্ষা করে যাদের কাজে বেরতে হচ্ছে তাঁরা সমস্যায় পড়ছেন। চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন রোদ না লাগাতে এবং সেইসঙ্গে জল বেশি করে খেতে।
  • Link to this news (আজকাল)