• SNU: মনোবিজ্ঞান নিয়ে আলোচনা সভা
    আজকাল | ০১ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: শিল্প ও সাংগঠনিক ক্ষেত্রে মনোবিজ্ঞানকে কাজে লাগানোর জন্য দুদিন ব্যাপী আলোচনাচক্রের আয়োজন করল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি। "ফ্রম থিওরি টু প্র্যাক্টিস"। এসএনইউ-র মনস্তত্ত্ব বিভাগের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়। বিখ্যাত লেখিকা এবং জনসংযোগ বিশেষজ্ঞ সুশান লুকাস নারীর আত্মবিশ্বাসের বিষয়টি তুলে ধরেন। কর্মস্থলে কীভাবে একজন মহিলা আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করবেন তার ওপর তিনি জোর দেন। আমেঠি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডা. রূপরেখা বক্সি, সাইকোলজি কনসালটেন্ট প্রমিতা মিত্র ভৌমিক নিজেদের অভিজ্ঞতার কথা জানান। অ্যানাসথেসিওলজিস্ট ডা. শরণ্যা ঘোষ, মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ অঙ্গীরা চক্রবর্তী দাসগুপ্তও এদিনের অনুষ্ঠানে তাঁদের মতামত জানান। পেশাদার এবং অভিজ্ঞ শিক্ষকমহলের সঙ্গে পড়ুয়াদের এই ধরণের সংযোগ যে সাইকোলজি পড়ুয়াদের কাজে লাগবে, তা একবাক্যে মেনে নেন সকলেই।
  • Link to this news (আজকাল)