• তৃতীয় দফার আগে রাজ্যে আরও ১৯০ কোম্পানি বাহিনী, ভোট শান্তিপূর্ণ করতে বদ্ধপরিকর কমিশন
    এই সময় | ০১ মে ২০২৪
  • আগামী ৭ তারিখ রাজ্যে তৃতীয় দফার লোকসভা নির্বাচন। আর তার আগে রাজ্যে এল আরও কেন্দ্রীয় বাহিনী। আরও ১৯০ কোম্পানি বাহিনী এল রাজ্যে। এই নিয়ে বাংলায় বর্তমানে মোতায়েন রয়েছে মোট ৫৯৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বৃহস্পতিবার বেলা সাড়ে বারোটায় তৃতীয় দফায় বাহিনী মোতায়েন নিয়ে কমিশনের চূড়ান্ত বৈঠক।কী ভাবে বাহিনী ব্যবহার?কমিশন সূত্রে জানা গিয়েছে, ৫৯৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্যে ৪০৬ কোম্পানি বাহিনী তৃতীয় দফার ভোটের কাজে মোতায়েন থাকবে। প্রথম দুই দফার ভোটের স্ট্রং রুম গুলোর নিরাপত্তা সহ অন্যান্য জেলায় মোতায়েন থাকবে আরো ১৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। অর্থাৎ ৪০৬ ও ১৭, অর্থাৎ মোট ৪২৩ কোম্পানি বাহিনী প্রথম দুই দফার ভোটের স্ট্রং রুমে নিরাপত্তা এবং তৃতীয় দফার বুথ পাহারার দায়িত্বে থাকবে।

    অতিরিক্ত ১৯০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যেই যা ইতিমধ্যেই রাজ্যে এসে পৌঁছেছে, তাদের চতুর্থ দফার কেন্দ্রগুলিতে ভোটারদের ভয়-ভীতি দূর করতে এবং এরিয়া ডমিনেশনের কাজে লাগানো হবে। চতুর্থ দফার ভোটে রাজ্যে প্রায় সাড়ে সাতশো কোম্পানি বাহিনী মোতায়েন থাকবে বলে আগেই জানিয়েছিল কমিশন।

    অশান্তি রুখতে বদ্ধপরিকর কমিশনতৃতীয় দফায় হতে দলেছে মালদা ও মুর্শিদাবাদ জেলার মোট ৪ কেন্দ্রে। এই দফায় নির্বাচন শান্তিপূর্ণ ভোট করা একটা চ্যালেঞ্জ বলেই মনে করছে নির্বাচন কমিশন। কারণ অতীতে বিভিন্ন নির্বাচনে দেখা গিয়েছে মুর্শিদাবাদে ঘটে গিয়েছে অশান্তি ও প্রাণহানির মতো ঘটনা। এমনকী এবারেও এর মধ্যেই মুর্শিদাবাদে বেশ কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটে ঘটেছে। তাই অনেক আগে থেকেই পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়েছে। চতুর্থ দফায় ভোট বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বোলপুর, বীরভূম, বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর ও আসানসোল লোকসভা কেন্দ্রে।

    বাহিনীকে অপব্যবহারের অভিযোগএদিকে ইতিমধ্যেই বিজেপির বিরুদ্ধে কেন্দ্রীয় বাহিনীকে অপব্যবহারের অভিযোগ তুলেছে তৃণমূল। এমনকী কেন্দ্রীয় বাহিনী ভোটদানে বাধা দিলে, পালটা রুখে দাঁড়ানোর পরামর্শও দেওয়া হয়েছে। কিছুদিন আগেই তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, কেন্দ্রীয় বাহিনী দিয়ে বিজেপি বুথ দখল করতে চাইছে। বিজেপিকে আক্রমণ করে তৃণমূল নেত্রীর আরও অভিযোগ, সারা দেশের মধ্যে বাংলাতেই সব থেকে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করছে নির্বাচন কমিশন। তাঁর অভিযোগ, বিজেপি কেন্দ্রীয় বাহিনী দিয়ে বুথ দখল করতে চাইছে কেন্দ্রের প্রধান শাসকদল।
  • Link to this news (এই সময়)