একই দল, দু'জনেই লোকসভা ভোটের প্রার্থী। একজন দলীয় সহকর্মীকে প্রচার গাড়ি থেকে নামিয়ে দিয়েছিলেন। অপরজন সেই দলীয় সহকর্মীকেই প্রচারে আমন্ত্রণ জানান। আর আমন্ত্রণে সাড়া দিয়ে পৌঁছে যান সেই দলীয় সহকর্মীও। ঠিকই ধরেছেন, কথা হচ্ছে তৃণমূলের ঘাটাল লোকসভা কেন্দ্রের ফের একবারের প্রার্থী দেব এবং উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক বিষয়ে। দেবের আমন্ত্রণে পেয়ে মঙ্গলবার তাঁর প্রচার কর্মসূচিতে যোগ দেন কাঞ্চন মল্লিক। প্রচারে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। এমনকী কাঞ্চন মল্লিকের সঙ্গে সেলফি তুলে নিজের সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করলেন দেব। আর দেবের সেই পোস্টে কমেন্টে ভরিয়ে দিয়েছেন তাঁর ভক্ত থেকে শুরু করে অন্যান্য নেটিজেনরা।কাঞ্চনকে সঙ্গে নিয়ে প্রচার দেবেরমঙ্গলবার ঘাটালের কেশপুর বিধানসভার অন্তর্গত মোহনপুর, বড়বোরজ, ছোটবোরজ, তেঘারি, আনন্দপুর সহ বেশ কয়েকটি এলাকায় রাজনৈতিক ও অভিনয় জগতের সহকর্মী কাঞ্চন মল্লিককে নিয়ে প্রচার করেন অভিনেতা দেব। আর দুই অভিনেতাকে দেখতে মহিলাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। হাত মেলানো এথেকে শুরু করে সেলফি তোলা, রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায় উপস্থিত জনতার মধ্যে। ভিড়ে সামাল দিতে এখসময় রীতিমতো হিমশিম খেতে হয় নিরাপত্তারক্ষীদের। দেবের প্রচারে অংশ নিয়ে ও এমন উষ্ণ ভালোবাসা - অভ্যর্থনা পেয়ে ব্যাপক খুশি কাঞ্চন।
View this post on InstagramA post shared by Dev Adhikari (@imdevadhikari)
কী বললেন কাঞ্চন?এই প্রসঙ্গে সংবাদমাধ্যমে কাঞ্চন বলেন, 'হাত বাড়ালেই বন্ধু, আমার বন্ধু, ভাই দেব, ওঁর ডাকে সাড়া দিয়ে আমি এসেছি, কে কী করল কিছু যায় আসে না।' এখানে শেষ নয়, উপস্থিত জনতার উদ্দেশে কাঞ্চন বলেন, 'কেশপুরে এসে ভালোই লাগছে, আমি মাত্র একবার বিধায়ক হয়েছি, দেব তিনবার লোকসভায় জিতেছে, দেব ভালো ছেলে, কাজের মানুষ। আপনারা ওঁকে ঘাসের উপরে জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে জয়ী করুন।'
গাড়ি থেকে নামিয়ে দেন কল্যাণপ্রসঙ্গত, কয়েকদিন আগে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে দলীয় প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়েছিলেন উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক। কিন্তু কাঞ্চন প্রচার গাড়িতে ওঠার পরেই পরিস্থিতি বদলে যায়। কাঞ্চন প্রচারে গেলে গ্রামের মহিলারা 'রিয়্যাক্ট' করছে, এই যুক্তি দেখিয়ে তাঁকে গাড়ি থেকে নামিয়ে দেন কল্যাণ। তৃণমূল প্রার্থীর সেই পদক্ষেপকে ঘিরে রীতিমতো তোলপাড় পড়ে যায় গোটা রাজ্য রাজনীতিতে। যদিও ঠিক কেন মহিলারা 'রিয়্যাক্ট' করছেন, তা নিয়ে ধোঁয়াশায় ছিলেন স্বয়ং কাঞ্চনও। আর সেই ঘটনার পরেই কাঞ্চনকে প্রচারে আমন্ত্রণ জানান দেব।