• বিরুদ্ধে রয়েছে প্রায় ১০০ মামলা, লাখ লাখ টাকা আয়, অর্জুন সিংয়ের শিক্ষাগত যোগ্যতা জানেন?
    এই সময় | ০১ মে ২০২৪
  • এই লোকসভা নির্বাচনেও BJP-র টিকিটে ব্যারাকপুর কেন্দ্র থেকে ভোটে লড়ছেন অর্জুন সিং। সম্প্রতি হলফনামা জমা দিয়েছেন তিনি। নির্বাচন কমিশনের নিয়ম মোতাবেক আয়ের খতিয়ান দিতে হয় হলফনামাতে। কত টাকার মালিক অর্জুন সিং? তাঁর শিক্ষাগত যোগ্যতাই বা কী?কত টাকা আয় করেন অর্জুন সিং?

    ২০২২-২৩ অর্থবর্ষে তিনি আয় করেছেন ১৭ লাখ ৪৩ হাজার ৯৮০ টাকা। ২০২১-২২ অর্থবর্ষে তাঁর আয় ১২ লাখ ২৬ হাজার ৪৮০, ২০২০-২১ অর্থবর্ষে তাঁর আয় ১৩ লাখ ৪১ হাজার ৮৮০, ২০১৯-২০ অর্থবর্ষে তাঁর আয় ছিল ২২ লাখ ৯২ হাজার ২২০ এবং ২০১৮-১৯ অর্থবর্ষে তাঁর আয় ছিল ১১ লাখ ৪৩ হাজার ৬৪৭।

    কত টাকার গয়না রয়েছে অর্জুন সিংয়ের?

    তিনি ৫২.৪০ গ্রাম সোনার গয়নার মালিক, যার বাজার মূল্য বর্তমানে তিন লাখ ৮৯ হাজার ৬৮২ এবং তাঁর স্ত্রীর কাছে রয়েছে ৯৩.২ গ্রাম সোনার গয়না, যার বাজারমূল্য ছয় লাখ ৯৩ হাজার ২২১.৬০।

    অর্জুন সিংয়ের অস্থাবর সম্পদের পরিমাণ কত?

    এই হেভিওয়েট প্রার্থীর অস্থাবর সম্পত্তির পরিমাণ ১ কোটি ২২ লাখ ৫৭ হাজার ৩০৯.৬১।

    হাতে কত নগদ রয়েছে?

    অর্জুন সিং নিজের জমা দেওয়া হলফনামাতে জানিয়েছেন, তাঁর হাতে নগদ রয়েছে দশ লাখ ৮ হাজার ৩২৫ টাকা। তাঁর স্ত্রী সরোজের হাতে রয়েছে নগদ ১০ হাজার টাকা।

    কী গাড়ি রয়েছে অর্জুন সিংয়ের?

    তাঁর একটি ফর্চুনার রয়েছে, যার বাজার মূল্য ৩১ লাখ ৬৭ হাজার ১৯৪।

    অর্জুন সিংয়ের শিক্ষাগত যোগ্যতা কত?

    হলফনামা মোতাবেক ১৯৮০ সালে উচ্চমাধ্যমিক পাশ করেন অর্জুন। হলফনামায় এর বাইরে কোনও ডিগ্রির কথা উল্লেখ করা নেই।

    হলফনামাতে তাঁর বিরুদ্ধে দায়ের মামলার তথ্যও জমা দিয়েছেন অর্জুন সিং। সেখানে তিনি জানিয়েছেন, অপরাধমূলক ষড়যন্ত্র,বেআইনি অস্ত্র রাখা, জালিয়াতি, নথি জাল করা সহ বিভিন্ন অভিযোগে তাঁর বিরুদ্ধে ৯৩টি অপরাধমূলক মামলা আছে।

    Lok Sabha Election 2024 : বিনাশ চান অর্জুন, মঙ্গল কামনা পার্থর

    উল্লেখ্য়, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ব্যারাকপুর কেন্দ্র থেকে BJP-র টিকিটে লড়ে জয়ী হয়েছিলেন অর্জুন সিং। কিন্তু, এরপর মাঝে তিনি যোগদান করেন তৃণমূলে। তবে তাঁর এই কামব্যাক খুব একটা বেশি দিনের ছিল না। তিনি প্রত্যাবর্তন করেন BJP-তে। তৃণমূলের থেকে লোকসভার টিকিট না পাওয়ার পর থেকেই বেসুরো হয়েছিলেন অর্জুন সিং।
  • Link to this news (এই সময়)