• দেব-এর প্রচারে কাঞ্চন মল্লিক, দেখতে ভিড় মহিলাদের
    এই সময় | ০১ মে ২০২৪
  • এই সময়, মেদিনীপুর: দু’জনেই তৃণমূল সাংসদ। একজন গাড়িতে উঠতে নিষেধ করেছিলেন। অন্যজন, বাড়িয়ে দিলেন বন্ধুত্বের হাত। মঙ্গলবার ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিনেতা দেব-এর সঙ্গে কেশপুরে প্রচার করলেন হুগলির উত্তরপাড়ার বিধায়ক অভিনেতা কাঞ্চন মল্লিক। দুই অভিনেতাকে দেখতে এদিন ভিড় করেন মহিলারা। তাঁদের সঙ্গে হাত মেলানোর জন্য হুড়োহুড়ি পড়ে যায়। কাঞ্চনদা এ দিকে আসুন, চিৎকার করতে থাকেন অনেকে। তাঁদের ডাকে সাড়া দিয়ে ভিড়ের মধ্যে হাত বাড়াতে হয় কাঞ্চনকে। অনেকে আবার দুই অভিনেতার সঙ্গে সেলফি তোলার বায়না করেন। সেই আবদারও মেটান দু’জনে।গত বৃহস্পতিবার শ্রীরামপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রচার কর্মসূচি ছিল কোন্নগরের নবগ্রামে। তাঁর প্রচার গাড়িতে উঠেছিলেন দলের বিধায়ক কাঞ্চন মল্লিক। শুরুতেই কাঞ্চনকে তাঁর সঙ্গে প্রচারে যেতে নিষেধ করেন কল্যাণ। তৃতীয় বিয়ের পরে তাঁকে নিয়ে তৈরি হওয়া বিতর্ক গ্রামের মহিলারা ভালো ভাবে নেবেন না, এই যুক্তিতে তাঁকে প্রচারে যেতে মানা করেন বলে অভিযোগ। ঘটনার একদিন পরেই দেব ফোন করেন কাঞ্চনকে।

    ঘাটাল কেন্দ্রে প্রচারে আসার জন্য আমন্ত্রণও জানান। দেব-এর ডাকে সাড়া দিয়ে মঙ্গলবার কেশপুর এলাকায় নির্বাচনী প্রচারে সামিল হন কাঞ্চন। উপস্থিত জনতার উদ্দেশে উত্তরপাড়ার বিধায়ক বলেন, ‘কেশপুরে এসে আমার ভালোই লাগছে। আমি মাত্র একবার বিধায়ক হয়েছি। আর দেব, তিন বার লোকসভায় জিতেছে। দেব ভালো ছেলে। কাজের মানুষ। আপনারা ওকে ঘাসের উপরে জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে জয়ী করুন।’

    মঙ্গলবার কেশপুর বিধানসভার মোহনপুর, বড়বোরজ, ছোটবোরজ, তেঘারি, আনন্দপুর সহ বেশ কয়েকটি এলাকায় কাঞ্চনকে নিয়ে প্রচার করেন অভিনেতা দেব। এ দিন দুই অভিনেতাকে দেখার জন্য মহিলাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। হাত মেলানো, সেলফি তোলার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। সামাল দিতে হিমশিম খেতে হয় নিরাপত্তারক্ষীদের। কল্যাণের প্রচারে গিয়ে তাঁকে গাড়ি থেকে নামিয়ে দেওয়া প্রসঙ্গে এ দিন তিনি বলেন, ‘হাত বাড়ালেই বন্ধু। আমার বন্ধু, ভাই দেব। তাঁর ডাকে সাড়া দিয়ে আমি এসেছি। কে কী করল তাতে কিছু যায় আসে না।’
  • Link to this news (এই সময়)