• পর্যটকের গাড়িতে টয় ট্রেনের ধাক্কা
    আজকাল | ০১ মে ২০২৪
  • অলক সরকার, দার্জিলিং: দার্জিলিং পাহাড়ে ফের টয় ট্রেন দুর্ঘটনার ঘটনা ঘটল। মঙ্গলবার দুপুর নাগাদ একটি পর্যটক বোঝাই গাড়িতে ধাক্কা মারে টয় ট্রেনটি। ঘুম থেকে দার্জিলিং স্টেশনের দিকেই আসছিল টয় ট্রেনটি। সেই সময়ে স্টেশনের অদূরেই একটি পার্কিং জোন থেকে পর্যটক বোঝাই গাড়িটি বের হচ্ছিল। বেরনোর সময়ই গাড়িটির বা-‌দিকের সম্মুখভাগে সজোরে ঝাক্কা মারে টয় ট্রেনটি। তবে এই ঘটনায় গাড়িতে থাকা পর্যটকদের কারও কোনও বড় ক্ষতি যেমন হয়নি, তেমনি টয়ট্রেনের যাত্রীদেরও আঘাত লাগেনি। জানা যাচ্ছে, দুর্ঘটনাগ্রস্ত ওই গাড়িটি দার্জিলিং কিংবা শিলিগুড়ি এলাকার নয়। নম্বর প্লেট থেকে জানা যায় গাড়িটি দিল্লির। দার্জিলিঙের পথে গাড়ি চালানোর সময় কিছু নিয়ম মানতে হয়। যে নিয়ম শিলিগুড়ি কিংবা পাহাড়ের গাড়ি চালকরা জানেন। টয় ট্রেনের লাইন থেকে একটি নির্দিষ্ট পরিসর ছেড়ে দিয়ে গাড়ি চালাতে হয়। মনে করা হচ্ছে, রেল ট্র্যাক থেকে কতটা রাস্তা ছাড়তে হয়, সেই বিষয়ে দিল্লির গাড়ির চালকের তেমন ধারণা ছিল না। ফলে পার্কিং থেকে বের করে সেই দূরত্বে গাড়িটি রাখেনি। আর তাতেই এই ধাক্কা। যদিও দার্জিলিং হিমালয়ান রেলওয়ের তরফে খবর লেখা পর্যন্ত কোনও বিবৃতি পাওয়া যায়নি।
  • Link to this news (আজকাল)