• তাপপ্রবাহের জের, সাময়িকভাবে ক্লাস বন্ধের ঘোষণা কলকাতা বিশ্ববিদ্যালয়ের ...
    আজকাল | ০১ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: রেকর্ড ভেঙে ঊর্ধ্বমুখী পারদ। তীব্র তাপপ্রবাহে পুড়ছে গোটা বাংলা। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৩ ডিগ্রি সেলসিয়াস। এই পরিস্থিতিতেই পড়ুয়াদের স্বস্তি দিয়ে সাময়িকভাবে ক্লাস বন্ধের ঘোষণা করল কলকাতা বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, তাপপ্রবাহের কারণে কলকাতা বিশ্ববিদ্যালয় এবং তার অধীনস্থ সমস্ত কলেজে ক্লাস সাসপেন্ড করা হয়েছে। আগামী ২ মে থেকে ১১ মে পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পাশাপাশি আজ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। তাতে জানানো হয়েছে, চলতি সপ্তাহেও রাজ্যজুড়ে তাপপ্রবাহ চলবে। স্কুলগুলি চাইলে গরমের ছুটি বাড়াতে পারে। নয়তো অনলাইন ক্লাস চালু করতে পারে। অর্থাৎ তীব্র গরমের মধ্যে কোনও স্কুল খুলছে না।
  • Link to this news (আজকাল)