আদিত্যনাথের সভা থেকে ফেরার পথে বিজেপির বাসে 'হামলা', গুঁড়িয়ে দেওয়া হল কাচ
২৪ ঘন্টা | ০১ মে ২০২৪
চিত্তরঞ্জন দাস: গতকাল অন্ডালে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথেক সভা ছিল। সেই সভা থেকে ফেরার পথে বিজেপি সমর্থকদের বাস হামলার অভিযোগ উঠল দুর্গাপুরের ডিভিসি মোড়ে। বিজেপি কর্মী-সমর্থদের অভিযোগ মুখে সাদা কাপড় বেঁধে আচমকাই বাসে ইট ছুড়তে শুরু করে কিছু লোক। ওই হামলায় জখম হন বিজেপির দুর্গাপুর মণ্ডল ৩ এর সম্পাদক শ্রীদাম মণ্ডল।
দুর্গাপুরের জেমুয়া গ্রাম থেকে একটি মিনিবাসে জনা তিরিশেক বিজেপি কর্মী -সমর্থক গিয়েছিলেন খান্দারায় যোগীর সভায়। সেই সভা থেকে ফেরার পথে ডিভিসি মোড় তাদের বাস লক্ষ্য় করে ইট ছোড়ে একদল দুষ্কৃতী। ইটের আঘাতে বাসের সামনে কাচ ভেঙে যায়। বিজেপি সমর্থকদের দাবি, অল্পের জন্য তারা রক্ষা পেয়েছেন। হামলার খবর পেয়ে ছুটে আসেন বিজেপির আসানসোল জেলা সাংগঠনিক সভাপতি বাপ্পা চ্যাটার্জি-সহ অন্যান্য নেতারা।দলের এক নেতা বাপ্পা চ্যাটার্জি বলেন, রাজ্যের জায়গায় জায়গায় সন্দেশখালি হয়ে রয়েছে। প্রতিনয়ত খবর আসছে। গোটা রাজ্য বোমার উপরে দাঁড়িয়ে রয়েছে। এর চরম নিদর্শন হল বাসে হামলা। শান্ত পশ্চিমঙ্গকে জিহাদিদের পশ্চিমবঙ্গে রুপান্তিরত করা হয়েছে। সন্দেশখালিতে মহিলারা এক উত্তর দিয়েছেন। মানুষ ভোটবাক্সে এক উত্তর দেবে।তৃণমূলের জেলা নেতা উত্তম মুখোপাধ্যায় বলেন, সব জিনিসটাই সজানো। বিজেপির পায়ের তলায় মাটি নেই। এখন গল্প ফেঁদে পায়ের নীচের মাটি পেতে চাইছে। এসব ঘটনা শুনতে চাই না। আমাদের ভালো লাগে না। মানুষর কাছে আমার আবেদন করছি জোড়া ফুলে ভোট দিন। বিরোধীরা একত্রিত হয়ে তৃণমূলের বিরুদ্ধে এসব করছে।