• জ্বালাপোড়া গরমে পাহাড়ে পালানোর প্ল্যান? দেখে নিন মে মাসে সরকারি ছুটির তালিকা
    এই সময় | ০১ মে ২০২৪
  • রবীন্দ্র জয়ন্তীদেখতে দেখতে মে মাস পড়ে গেল। গরমে রীতিমতো প্রাণ আইঢাই করছে সাধারণ মানুষের। এই অবস্থায় বাড়ি থেকে বার হতে চাইছেন না অনেকেই। কিন্তু, ইচ্ছে থাকলেও বেশিরভাগ ক্ষেত্রে উপায় থাকে না। নিয়মিত যেতে হয় অফিস। সরকারের ঘোষিত তালিকা মোতাবেক এই মাসে রাজ্য সরকারি কর্মীদের কতগুলি ছুটি রয়েছে?গত কয়েকদিন ধরেই রীতিমতো গরমে হাঁসফাঁস করছে সাধারণ মানুষ। ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ভোগান্তি আরও বেড়েই চলেছে। এপ্রিলের প্রথম দিনেও জ্বালাপোড়া গরম। এই অবস্থায় বৃষ্টি আর ছুটি বহু কর্মীর কাছেই বহু কাঙ্খিত। এপ্রিলে কি কোনও লম্বা ছুটি রয়েছে? ভ্যাপসা গরমের হাত থেকে লাগাম ছাড়িয়ে দৌড় মেরে কি দার্জিলিং ঘুরে আসা সম্ভব? কী বলছে হলিডে লিস্ট?

    মে মাসে রাজ্যের সরকারি কর্মীদের ছুটির তালিকা

    মে মাসে সরকারি কর্মীরা মূলত তিনটি ছুটি পেতে চলেছেন। এই তিনটি ছুটি হল ১ মে, ৮ মে এবং ২৩ মে। পাশাপাশি মে মাসে নির্বাচনের দিনও রয়েছে। মাসের প্রথম দিনে 'মে দিবস'-এর ছুটি। ৮ মে রবীন্দ্র জয়ন্তীর ছুটি পাবেন রাজ্যের সরকারি কর্মীরা। বুধবার তা পড়ছে। অর্থাৎ সপ্তাহের মাঝামাঝি সময়ে ছুটি পাবেন সরকারি কর্মীরা। অন্যদিকে, ২৩ মে বুদ্ধ পূর্ণিমা। বৃহস্পতিবার পড়ছে দিনটি। এই দিন ছুটি রয়েছে।

    তারিখবারছুটি১ মেমঙ্গলবারমে দিবস৮ মেবুধবাররবীন্দ্র জয়ন্তী২৩ মেবৃহস্পতিবারবুদ্ধ পূর্ণিমাঅর্থাৎ এই ছুটিগুলি সপ্তাহের মাঝামাঝি সময়ে পড়ছে। অর্থাৎ লং উইকএন্ড ট্যুর বা সপ্তাহের শেষে টানা ঘুরতে যাওয়ার সেভাবে কোনও ছুটি বা সুযোগ পাওয়ার সম্ভাবনা এই মাসে খুব একটা নেই।

    গত ১৯ এপ্রিল থেকে দেশে শুরু হয়েছে লোকসভা নির্বাচন। এপ্রিল মাসে হয়ে গিয়েছে দুই দফায় ভোট। আগামী ৭ মে বাংলাতেও রয়েছে তৃতীয় দফার নির্বাচন। ১৩ মে চতুর্থ দফা, ২০ মে পঞ্চম দফা, ২৫ মে ষষ্ঠ দফা ভোট রয়েছে। ভোট কর্মী হিসেবে কাজ করতে হবে সরকারি কর্মীদের।

    গত মাসের তুলনায় মে মাসে ছুটির পরিমাণ অপেক্ষাকৃত কম। ভোটের জন্য ভোট কর্মী হতে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে সরকারি কর্মীদের। এদিকে আবহাওয়াও দিন দিন তপ্ত হচ্ছে। সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৭.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩.৯ ডিগ্রি বেশি।
  • Link to this news (এই সময়)