• 'রাজনীতি ঠিক মতো করতে না পারলে গোরু চরাও', BJP কর্মীদেরই তুলোধনা দিলীপের
    এই সময় | ০১ মে ২০২৪
  • বিলিতি গোরু নিয়ে তাঁর 'আন্টি' মন্তব্য বাংলায় 'ওয়ার্ল্ড ফেমাস'। এমনিতেও তিনি একটা 'দাবাং' ভাবমূর্তি নিয়ে চলেন। ভোটের বাজারে ফের একবার দিলীপ ঘোষের কথা উঠে এল গোরু প্রসঙ্গ। তবে এবার আর দুধ, সোনা, আন্টি ইত্যাদি নয়, দলীয় কর্মীদের একাংশকেই গোরু চরানোর পরামর্শ দিলেন দিলীপ ঘোষ। বুধবার সাত সকালে মেজাজ হারান তিনি। দলীয় কর্মসূচি ঠিক মতো পালন করা নিয়ে প্রশ্ন তুলে দলীয় কর্মীদের একাংশকে ধমক দিয়ে বলেন, 'রাজনীতি ঠিক করে করতে না পারলে গোরু চরাও ।'এদিন প্রাতঃভ্রমণে গিয়েছিলেন দিলীপ ঘোষ। সেখানেই চা চক্র শেষ করে তিনি সগড়ভাঙা হাউজিং থেকে গোলপার্কের সামনে যান। ভোটের প্রচার ঠিক মতো চলছে কিনা সেই প্রসঙ্গে খোঁজ নেন দিলীপ ঘোষ। অভিযোগ, সেই খোঁজ নিতে গিয়েই তিনি সেখানে যে ভাবে দলীয় কর্মসূচি চলছে তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। শুধু তাই নয়, কর্মীদের একাংশের উপর ক্ষোভও প্রকাশ করেন তিনি। দিলীপ বলেন, 'রাজনীতি করতে এসেছ ঠিক মতো করে কর। না হলে গোরু চরাও।' সকলে যাতে কাজে আরও মন দেন, সেই বার্তা দিয়েছেন দিলীপ ঘোষ।

    যদিও দিলীপ ঘোষের ধমক খাওয়ার পর ওই কর্মীরা কোনও মন্তব্য করতে নারাজ। তবে নাম প্রকাশ্যে একান্তই অনিচ্ছুক এক BJP কর্মী অবশ্য বলেছেন, ‘দিলীপ ঘোষ দীর্ঘ দিনের রাজনীতিক। তিনি রাজনীতিকে সবটুকু দিয়েছেন। স্বাভাবিকভাবেই ভোটের সময় কোথাও কোনও খামতি থাকলে সেই নিয়ে কথা বলার অধিকার তাঁর রয়েছে বৈকি।’ অর্থাৎ প্রকারান্তে দিলীপের পাশেই দাঁড়িয়েছেন তিনি।

    এদিকে এরপরেই তিনি এক কংগ্রেস নেতার মায়ের মৃত্যুর খবর পান এবং সেখানে গিয়ে নেতার পরিবারের পাশে দাঁড়ান তিনি। দিলীপ ঘোষ জানান, তিনি বরাবর সৌজন্যের রাজনীতি করে এসেছেন। সকলের সুখ দুঃখে পাশে থাকার চেষ্টা করছেন। দিলীপ ঘোষ আরও বলেন, ‘যখন খড়গপুরে থাকতাম তখনও এটা করে এসেছি। এটুকু না করলে সমাজে থেকে কি লাভ!’

    দিলীপ ঘোষ এদিন রাজ্যের বুদ্ধিজীবীদের তোপ দাগেন। তিনি বলেন, 'পশ্চিমবঙ্গে বুদ্ধিজীবী রয়েছে? তাঁবেদার রয়েছে। যাঁরা সুবিধা নিয়েছে তাঁরা BJP-কে তোপ দাগবেই। এদের ভোটে BJP জেতে না। এরা গৃহপালিত বুদ্ধিজীহী। এদের বুদ্ধিজীবী বানানো হয়েছে। BJP-র এদের ভোট লাগবে না। সমাজ আমাদের ভোট দিয়ে জেতান।'
  • Link to this news (এই সময়)