• গাজা যুদ্ধের রেশ, মালয়েশিয়ায় কেএফসির শতাধিক আউটলেট বন্ধ
    আজকাল | ০১ মে ২০২৪
  • ‌আজকাল ওয়েবডেস্ক:‌ কেএফসির ১০০টিরও বেশি আউটলেট সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে মালয়েশিয়ায়। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, আর্থিক কারণে এই সিদ্ধান্ত। গাজায় যুদ্ধের কারণে প্যালেস্তাইনের পক্ষে বয়কটের জেরে বিশ্বজুড়ে মার্কিন–সংশ্লিষ্ট ব্যবসাগুলো এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছে। মালয়েশিয়ায় কেএফসি মালিক ও পরিচালক প্রতিষ্ঠান হল কিউএসআর ব্র্যান্ডস। এই প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২৭ এপ্রিল সন্ধে অবধি মালয়েশিয়ায় কেএফসির ১০৮টি শাখা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। কেলানতানে প্রায় ৮০ শতাংশ শাখা সাময়িক বন্ধ রাখা হয়েছে। যার মধ্যে জোহরে ১৫টি শাখা (সাময়িকভাবে বন্ধ), কেদাহ (১১), তেরেঙ্গানু (১০), পাহাং (১০), পেরাক (৯), নেগেরি সেম্বিলান (৬), পেরলিস (২), মেলাকা (২), পেনাং (৫), কুয়ালালামপুর (৩), সাবাহ (১) এবং সারাওয়াকে ২টি শাখা বন্ধ করা হয়েছে। প্রসঙ্গত, মালয়েশিয়া একটি সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ। প্যালেস্টাইনিদের প্রতি তাদের পূর্ণ সমর্থন রয়েছে। অন্যান্য মুসলিম দেশগুলোর মতোই মালয়েশিয়াতেও বিভিন্ন পশ্চিমী ফাস্ট–ফুডের ব্র্যান্ড বয়কটের মুখে পড়েছে। গাজায় ইজরায়েল বাহিনীর হামলার তীব্র প্রতিবাদে বিশ্বজুড়েই ইজরায়েলি পণ্য বয়কট করা হচ্ছে। একই সঙ্গে ইজরায়েলের মিত্র দেশ এবং দেশটিকে সমর্থন বা আর্থিক সহযোগিতা করা দেশগুলোর পণ্যও বয়কটের মুখে পড়ছে। গাজায় সংঘাত শুরুর পর থেকেই ইজরায়েলকে আর্থিকভাবে সহায়তার অভিযোগ উঠেছে কেএফসির বিরুদ্ধে।
  • Link to this news (আজকাল)