• ফিলিপিন্সে খরায় জলাধার শুকিয়ে জেগে উঠেছে শতাব্দী প্রাচীন নগর...
    আজকাল | ০১ মে ২০২৪
  • ‌আজকাল ওয়েবডেস্ক:‌ ফিলিপিন্সে আবার জেগে উঠছে ৩০০ বছর আগে ধ্বংস হয়ে যাওয়া প্রাচীন নগর। তাপ বৃদ্ধির কারণে তীব্র খরার কবলে পড়েছে ফিলিপিন্সের কিছু অংশ। দেশটির একটি গুরুত্বপূর্ণ বাঁধও শুকিয়ে গেছে। আর সেই বাঁধের এলাকায় ওই হারিয়ে যাওয়া নগর জেগে উঠেছে। ১৯৭০ সালে জল সংরক্ষণের জন্য কৃত্রিম জলাধার তৈরির সময় পান্তাবাঙ্গান নগরটি জলের তলায় তলিয়ে যায়। আবহাওয়া শুষ্ক ও গরম থাকলে এই শহরটি মাঝেমধ্যে জেগে ওঠে। তবে সেটি খুবই বিরল ঘটনা। বাঁধ দেখাশোনার দায়িত্বে থাকা ফিলিপিন্সের সংস্থাটি জানিয়েছে, তলিয়ে যাওয়া শহরটি আগে দৃশ্যমান হয়েছিল, তবে এবারের মতো এতটা দৃশ্যমান আগে কখনও হয়নি। জানা গেছে জলাধারটির জলের স্বাভাবিক উচ্চতা ২২১ মিটার। তবে এখন জলের স্তর প্রায় ৫০ মিটার নেমে গেছে। ফিলিপিন্সের প্রায় অর্ধেক এলাকায় এখন খরা চলছে। অনেক এলাকায় তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে।
  • Link to this news (আজকাল)