• ভারতীয় নৌবাহিনীর সহকারী প্রধানের দায়িত্ব পেলেন অ্যাডমিরাল কৃষ্ণা স্বামীনাথন...
    আজকাল | ০১ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ১ মে ভাইস অ্যাডমিরাল কৃষ্ণা স্বামীনাথন ভারতীয় নৌবাহিনী সহকারী প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন। দায়িত্ব গ্রহণের পর দিল্লিতে জাতীয় যুদ্ধ স্মারকে পুষ্পস্তবক দিয়ে দেশের জন্য শহিদ হওয়া জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানান ফ্ল্যাগ অফিসার। ১৯৮৭ সালের ১ জুলাই ভারতীয় নৌ বাহিনীতে যোগদান করেন কমিউনিকেশন ইলেকট্রনিক এবং ওয়ারফেয়ার বিভাগে। কৃষ্ণা স্বামীনাথন খাদাকওয়াসলা ন্যাশনাল ডিফেন্স একাডেমি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের ন্যাভাল ওয়ারফেয়ার কলেজের প্রাক্তনী। নৌবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ অভিযানের সঙ্গে যুক্ত ছিলেন। "আইএনএস বিদ্যুৎ" এবং "আইএনএস বিনাশ"-এর মতো যুদ্ধ জাহাজ চালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে কৃষ্ণা স্বামীনাথনের। "অতি বিশিষ্ট সেবা মেডেল" এবং "বিশিষ্ট সেবা মেডেল" পদকপ্রাপ্ত ভারতীয় নৌ বাহিনীর নতুন সহকারী প্রধান রিয়ার অ্যাডমিরাল পদে পদোন্নতি পেয়ে কচির সাদার্ন ন্যাভাল কমান্ডের সদর দপ্তরে প্রশিক্ষণ বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। পরবর্তীতে ওয়েস্টার্ন ফ্লিট ফ্ল্যাগ অফিসার কমান্ডিং হিসেবে নিযুক্ত হওয়ার সুযোগ পান। ভাইস অ্যাডমিরাল কৃষ্ণা স্বামীনাথন ভারত সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের "অফশোর প্রতিরক্ষা উপদেষ্টা গ্রুপ" এবং অফশোর নিরাপত্তার উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন।
  • Link to this news (আজকাল)