• ‌পশ্চিমবঙ্গ সহ দেশের ১৩ রাজ্যে তাপপ্রবাহের সতর্কতা জারি করল মৌসম ভবন ...
    আজকাল | ০১ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ দক্ষিণবঙ্গের আট জেলায় বুধ ও বৃহস্পতিবার তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে হাওয়া অফিস। এদিকে দেশের ১৩ রাজ্যে তাপপ্রবাহের সতর্কতা জারি করল মৌসম ভবন। আগামী তিন দিন দেশের অন্তত ১৩টি রাজ্যে তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে বলে লাল সতর্কতা জারি করেছে মৌসম ভবন। তার মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়াও রয়েছে উত্তরপ্রদেশের পূর্বাংশ, গুজরাতের কচ্ছ, সৌরাষ্ট্র, পশ্চিমবঙ্গ, গোয়া, তামিলনাড়ু, তেলঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, পুদুচেরী, কর্নাটক। তীব্র তাপপ্রবাহের সতর্কতা রয়েছে ওড়িশা, বিহার, ঝাড়খণ্ডে। তালিকায় রয়েছে দিল্লিও। মৌসম ভবন জানিয়েছে, লখনউ, বারাণসীর মতো এলাকায় গরম অসহনীয় হয়ে উঠেছে। দিল্লির অবস্থাও একই। তবে উত্তর ভারতের দুই রাজ্য পাঞ্জাব এবং হরিয়ানায় আগামী কয়েক দিনে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
  • Link to this news (আজকাল)