• দিল্লি-নয়ডার ১০০ স্কুলে বোমাতঙ্ক, রাশিয়া থেকে হুমকি দিয়ে মেল ...
    আজকাল | ০১ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ভোটের আবহে বুধবার সকাল থেকে বোমাতঙ্ক ঘিরে চাঞ্চল্য ছড়াল রাজধানীতে। দিল্লি, নয়ডা, গাজিয়াবাদ মিলিয়ে ১০০টি স্কুলে ছড়িয়েছে বোমাতঙ্ক। বোমা মেরে স্কুল উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে পাঠানো হয়েছে মেল। তাতে এও বলা হয়েছে, স্কুল প্রাঙ্গণেই রাখা আছে বোমা। কিছুক্ষণেই বোমা বিস্ফোরণে স্কুল বাড়ি ভেঙে পড়বে। প্রাথমিকভাবে কয়েকটি স্কুলে এই মেল ঘিরে আতঙ্ক ছড়ায়। বুধবার বেলা পর্যন্ত ১০০ স্কুলে হুমকি দেওয়া ওই মেল পৌঁছয়। সকাল থেকে তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ। ঘটনাস্থলে পৌঁছেছে বম্ব স্কোয়াড এবং দিল্লি দমকল বাহিনী। ইতিমধ্যেই সমস্ত স্কুল ফাঁকা করে পড়ুয়াদের বাড়ি পাঠানো হয়েছে। মাদার মেরি স্কুলে পরীক্ষা চলছিল। হুমকি মেল আসার পর মাঝপথে পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়। পুলিশ সূত্রে খবর, এখনও পর্যন্ত কোনও স্কুলেই বোমা খুঁজে পাওয়া যায়নি। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, বোমাতঙ্ক ছড়াতে ভুয়ো মেল পাঠানো হয়েছে স্কুলগুলিতে। ঘটনার তদন্ত চলছে। সূত্রের খবর, হুমকি দেওয়া ভুয়ো মেলগুলি পাঠানো হয়েছে রাশিয়া থেকে।
  • Link to this news (আজকাল)