• গৃহকর্তার মৃতদেহ আগলে স্ত্রী-কন্যা, রবিনসন স্ট্রিটের ছায়া কোন্নগরে ...
    আজকাল | ০১ মে ২০২৪
  • মিল্টন সেন, হুগলি: বন্ধ ঘরে বৃদ্ধ গৃহকর্তার পঁচাগলা মৃতদেহ আগলে বসে স্ত্রী ও কন্যা। ঠিক কবে আর কী কারণে মৃত্যু হয়েছে গৃহকর্তার তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উত্তরপাড়া থানার অন্তর্গত কোন্নগরের নবগ্রামে। মৃত বৃদ্ধের নাম তারকেশ্বর চক্রবর্তী (৭৮), পেশায় তিনি বিমা সংস্থার কর্মী ছিলেন। তারকেশ্বরের বাড়ি ঘন জনবসতিপূর্ণ এলাকায় না হওয়ায় বিষয়টি জানাজানি হতে কিছুটা সময় লাগে। মঙ্গলবার পঁচা দুর্গন্ধ ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। তীব্র গরমে পঁচা দুর্গন্ধে নাজেহাল স্থানীয় বাসিন্দারা দুর্গন্ধের উৎসের খোঁজ শুরু করেন। খোঁজ নিয়ে তাঁরা দেখেন দুর্গন্ধ ছড়াচ্ছে তারকেশ্বরের বাড়ি থেকে। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়। জানানো হয় স্থানীয় জনপ্রতিনিধিকে। কিছুক্ষণের মধ্যেই সেখানে হাজির হয় উত্তরপাড়া থানার পুলিশ। দরজা ভেঙে পুলিশ ঘরে ঢুকে দেখে, তারকেশ্বরের পঁচাগলা মৃতদেহ পরে রয়েছে। ওই ঘরেই রয়েছেন বৃদ্ধের স্ত্রী এবং কন্যা। পুলিশের উদ্যোগে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। তবে ঠিক কবে মৃত্যু হয়েছে তা নিয়ে যথেষ্টই ধোঁয়াশা রয়েছে। কারণ এই প্রসঙ্গে ওই বৃদ্ধের স্ত্রী বা কন্যা কেউই সঠিকভাবে কিছুই বলতে পারেননি। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রবিনসন স্ট্রিটের ঘটনার সঙ্গে মিল রয়েছে। এখানে তারকেশ্বরের স্ত্রী ও মেয়ে দুজনই মানসিকভাবে অসুস্থ। তবুও দুজনের সঙ্গেই তারকেশ্বরের মৃত্যু প্রসঙ্গে কথা বলা হয়েছে। দুজন দুই রকম কথা বলছেন। কথার কোনও যৌক্তিকতা খুঁজে পাওয়া যাচ্ছে না। ময়নাতদন্তের পর কবে মৃত্যু হয়েছে এবং মৃত্যুর সঠিক কারণ পরিষ্কার হবে। ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট চঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। কী কারণে আর কবে ওই বীমা সংস্থার কর্মীর মৃত্যু হয়েছে তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।
  • Link to this news (আজকাল)