• ‌তাপপ্রবাহের হাত থেকে আগামী ক’‌দিন নিস্তার নেই, কবে আসবে কালবৈশাখী'‌ ...
    আজকাল | ০১ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ মে মাস পড়লেও কালবৈশাখীর সুখবর শোনাতে পারল না হাওয়া অফিস। বরং মে মাসের প্রথম সপ্তাহেও দক্ষিণবঙ্গের জেলায় জেলায় জারি থাকবে তাপপ্রবাহ। অন্তত ৫ মে অবধি তাপপ্রবাহ চলার সম্ভাবনা রয়েছে। আগামী রবি ও সোমবার রাজ্যের কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও তাতে স্বস্তি ফিরবে না।বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস। আর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। এদিকে, পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম এবং মুর্শিদাবাদে তীব্র তাপপ্রবাহের কারণে বুধবার এবং বৃহস্পতিবার লাল সতর্কতা জারি করা হয়েছে। আগামী চার–পাঁচ দিনে গাঙ্গেয় বঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। আর উত্তরের দক্ষিণ দিনাজপুর এবং মালদায় চলবে তাপপ্রবাহ। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে শুকনো এবং গরম আবহাওয়া থাকবে। এদিকে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এব‌ং কোচবিহার জেলার কয়েকটি এলাকায় বজ্রবিদ্যুৎ–সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে রবিবার অবধি। কোথাও কোথাও বইতে পারে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও। 
  • Link to this news (আজকাল)