• বিশ্বকাপে আজব অস্ট্রেলিয়া; আনকোরা অধিনায়ক, সাইডলাইনে সুপারস্টার!
    ২৪ ঘন্টা | ০১ মে ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলতি আইপিএল (IPL 2024) শেষ হলেই ফের তোড়জোড় আরও একটা বিশ্বকাপের। এবার কুড়ি ওভারের মহাযজ্ঞ (T20 World Cup 2024)। দেখতে গেলে হাতে আর বেশি দিন বাকি নেই। ১ জুন থেকে ২৯ জুন পর্যন্ত আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজ যুগ্ম ভাবে আয়োজন করবে টি-২০ বিশ্বকাপ। আইসিসি আগাম জানিয়ে দিয়েছিল যে, ১ মে ডেডলাইন। আসন্ন টি-২০ বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশগুলিকে, তার মধ্য়ে দলের তালিকা দিতে হবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থাকে। সে কথা মাথায় রেখেই একের পর এক দল ঘোষণা করে দিচ্ছে। বুধবার অর্থাৎ আজ শেষ তারিখ। এদিন সকালেই অস্ট্রেলিয়া জানিয়ে দিল যে, তাদের হয়ে কারা প্রতিনিধিত্ব করবেন বিশ্বমঞ্চে। তবে অস্ট্রেলিয়ার দল দেখে প্রায় সকলেই চমকে গিয়েছে। সাইডলাইনে সুপারস্টার স্টিম স্মিথ। ২০১২ থেকে তাঁকে ছাড়া অস্ট্রেলিয়া কখনও বিশ্বকাপ খেলেনি। সে কুড়ি ওভারের হোক বা পঞ্চাশ ওভারের। সেই স্মিথই নেই দলে। অন্য়দিকে অধিনায়কত্ব তুলে দেওয়া হয়েছে আনকোরা মিচেল মার্শকে। দেখতে গেলে তিনি স্ট্যান্ড-ইন ক্য়াপ্টেন হিসেবেই দায়িত্ব সামলাচ্ছেন। কারণ গতবছর অ্য়ারন ফিঞ্চ অবসর নেওয়ার পর থেকে টি-২০ অধিনায়কের ভূমিকায় মার্শকেই দেখা গিয়েছে। তাঁর কিন্তু হ্য়ামস্ট্রিংয়ে চোটও রয়েছে। দেখতে গেলে শুধু স্মিথই বাদ পড়েননি। ভাবা হয়নি তরুণ উদীয়মান তারকা জেক-ফ্রেজার-ম্য়াকগুর্ককেও। দিল্লি ক্যাপিটালসের মারকুটে ব্য়াটার ম্য়াকগুর্কের আইপিএলে স্ট্রাইকরেট ২৩৩.৩৩। তবে তা যথেষ্ট নয় ট্র্য়াভিস হেড বা ডেভিড ওয়ার্নারকে সরিয়ে বিশ্বমঞ্চে জায়গা করে নেওয়ার জন্য়। অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি জানিয়েছেন যে, স্মিথ, ম্য়াট শর্ট, জেসন বেহেরেনডর্ফ, অ্যারন হার্ডি, স্পেনসার জনসন ও জেভিয়ার বার্টলেটের সঙ্গে দীর্ঘ আলোচনার পরেই তাঁদের বাদ দেওয়া হয়েছে।বিশ্বকাপের অস্ট্রেলিয়া স্কোয়াড: মিচেল মার্শ (অধিনায়ক), অ্য়াশটন আগার, প্যাট কামিন্স, টিম ডেভিড, ন্য়াথাল এলিস, ক্য়ামেরন গ্রিন, জোশ হ্য়াজেলউড, ট্র্য়াভিস হেড, জোশ ইংলিস, গ্লেন ম্য়াক্সওয়েল, মিচেল স্টার্ক, মার্কাস স্টোইনিস, ম্য়াট ওয়েড, ডেভিড ওয়ার্নার ও অ্য়াডাম জাম্পা।

     
  • Link to this news (২৪ ঘন্টা)