সোমা মাইতি: ভোটের মুখে ফের শ্যুটআউট? আবার সেই মুর্শিদাবাদের খড়গ্রাম। তৃণমূল ও কংগ্রেসের বচসায় গুলি চলেছে বলে অভিযোগ। এলাকায় তীব্র আতঙ্ক।
ঘটনাটি ঠিক কী? লোকসভা ভোট চলছে রাজ্যে। ৭ মে তৃতীয় দফায় ভোট হবে মুর্শিদাবাদ ও জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে। সঙ্গে মালদা উত্তর ও মালদা দক্ষিণ কেন্দ্রেও। খড়গ্রাম জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত।স্থানীয় সূত্রের খবর, এদিন খড়গ্রামের দিয়ারা মল্লিরপুর এলাকায় তৃণমূলের অঞ্চল সভাপতি আলতামাস কবীর সঙ্গে বচসা শুরু হয় ওই গ্রামেরই কংগ্রেসের পঞ্চায়েত সমিতি সদস্য জিতা খাতুন ও তাঁর অনুগামীদের। এরপর সেই বচসা যখন হাতাহাতিতে গড়ায়, তখন পিস্তল বের করে এক যুবক পরপর ২ রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। এই ঘটনায় তৃণমূলের দিকেই অভিযোগে আঙুল কংগ্রেস। তৃণমূলের পাল্টা দাবি, পারিবারিক অশান্তিতেই গুলি চলেছে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা।এদিকে ভোটের মুখে ফের বোমা উদ্ধার হল মুর্শিদাবাদে। কোথায়? রেজিনগর, দৌলতাবাদের পর এবার নবগ্রামে। আজ, বুধবার সকালে স্থানীয় মোহরুল অঞ্চলের গ্রামদিঘী গ্রামে পুকুর পাড়ে ঝোপের মধ্যে পড়েছিল ব্য়াগভর্তি বোমা! খবর পেয়ে বোমাগুলি উদ্ধার করে পুলিস। তখনও লোকসভা ভোট শুরু হয়নি। গত ৮ এপ্রিল গুলি চলেছিল মুর্শিদাবাদে খড়গ্রামে। জখম হন ৪ জন। সেদিন ভরসন্ধেয় সাদল গ্রামে জমি নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে আচমকাই সংঘর্ষ শুরু হয়। তারজেরেই গুলি চলে।