• গরুমারা জঙ্গল ও বন্যপ্রাণ দেখে মুগ্ধ ফ্রান্সের রাষ্ট্রদূত...
    ২৪ ঘন্টা | ০১ মে ২০২৪
  • অরূপ বসাক: ফ্রান্সের রাষ্ট্রদূত থিয়েরি ম্যাথৌয়ের নেতৃত্বে পাঁচ সদস্যের এক প্রতিনিধিদল গরুমারায় আসে। ফ্রান্সের ওই প্রতিনিধিদল মূর্তি ও জলঢাকা নদী দেখার পাশাপাশি সেখানে থাকা কুনকিদের পর্যবেক্ষণ ও তাদের সারাদিনের বিভিন্ন কাজকর্ম সম্পর্কে খোঁজখবর নেন বন তাঁরা। বনের উন্নয়নে তাঁরা সহযোগিতা করবেন বলেও আশ্বাস দিয়েছেন।

     ফ্রান্সের রাষ্ট্রদূত থিয়েরি ম্যাথৌয়ের নেতৃত্বে পাঁচ সদস্যের এই প্রতিনিধিদল গরুমারায় আসে। ফ্রান্সের ওই প্রতিনিধিদল মূর্তি ও জলঢাকা নদী দেখে। এর পাশাপাশি সেখানে থাকা কুনকিদের পর্যবেক্ষণ ও তাদের সারাদিনের বিভিন্ন কাজকর্ম সম্পর্কে বন দফতরের আধিকারিক এবং মাহুতদের কাছ থেকে তথ্য সংগ্রহও করেন।ফ্রান্সের এই দলের সঙ্গে উত্তরবঙ্গ বন্যপ্রাণী বিভাগের বনপাল ভাস্কর জেভি, গরুমারা ও জলপাইগুড়ি বনবিভাগের দুই ডিএফও দ্বিজপ্রতিম সেন, বিকাশ ভি উপস্থিত ছিলেন। মেদলার পর, গরুমারা যাত্রাপ্রসাদ নজর মিনার হয়ে এই প্রতিনিধিদলটি চলে আসে গরুমারার ধুপঝোরা এলিফ্যান্ট ক্যাম্পে। সেখানে বন দফতরের আধিকারিকেরা এই প্রতিনিধিদলকে কুনকি হাতির পিঠে চাপিয়ে জঙ্গলের আনাচে-কানাচে ঘোরান।  ফ্রান্সের রাষ্ট্রদূত থিয়ারি ম্যাথিউ বন আধিকারিকদের জানিয়েছেন, গরুমারার জঙ্গল বন্যপ্রাণ দেখে তাঁরা আনন্দিত। উত্তরবঙ্গ বন্যপ্রাণী বিভাগের মুখ্য বনপাল ভাস্কর জেভি জানিয়েছেন, গরুমারা জঙ্গল ও বন্যপ্রাণ দেখে এই প্রতিনিধিদল সন্তুষ্ট। আগামীতে গরুমারার উন্নয়নে তাঁরা সহযোগিতা করবেন বলেও আশ্বাস দিয়েছেন।
  • Link to this news (২৪ ঘন্টা)