অবতরণে সমস্যা, বিমানবন্দর সংলগ্ন বিভিন্ন জায়গায় ?নিষিদ্ধ? লেজার শো
প্রতিদিন | ০১ মে ২০২৪
বিধান নস্কর, দমদম: লেজার লাইটে বিমান ওঠানামায় সমস্যা। বিমানবন্দর সংলগ্ন বিভিন্ন জায়গায় লেজার লাইটে নিষেধাজ্ঞা জারি করল বিধাননগর পুলিশ। নির্দেশিকা স্পষ্টভাবে জানানো হয়েছে, কোনও পরিস্থিতিতেই ওই এলাকায় লেজার লাইট ব্যবহার করা যাবে না।
লেজার লাইটে বিমান অবতরণে সমস্যা এই প্রথম নয়। ২০২২ সালের দুর্গাপুজোয় শ্রীভূমিতে লেজার শোয়ের ব্যবস্থা করা হয়েছিল। যার কারণে বিমান অবতরণে সমস্যার মুখে পড়েন পাইলটরা। যার কারণে সপ্তমীতেই লেজার শো বন্ধ করতে বাধ্য হয় পুজো কমিটি। পরবর্তীতেও এহেন ঘটনা ঘটেছে। এখনও বিয়েবাড়ি বা অন্য অনুষ্ঠানে বিমানবন্দর সংলগ্ন বিভিন্ন জায়গায় লেজার শোয়ের আয়োজন করা হচ্ছে প্রায়ই। যার ফলে অবতরণের সময় সমস্যায় পড়তে হচ্ছে বিমানচালকদের। গোটা বিষয়টা বিধাননগর পুলিশের কাছে তুলে ধরে বিমানবন্দর কর্তৃপক্ষ। এর পরই বিধাননগর পুলিশ কলকাতা বিমানবন্দরের পার্শ্ববর্তী এলাকায় জারি করল ১৪৪ ধারা।
একনজরে দেখে নিন কোন কোন এলাকা এই তালিকার অন্তর্ভুক্ত
১. এয়ারপোর্ট থানা এলাকা
২. নারায়ণপুর থানা এলাকা
৩. বাগুইআটি থানা এলাকা
৪. চার নম্বর ভেরি, নবপল্লি নাও ভাঙ্গা এলাকা, সেক্টর ৪
৫. সেক্টর ৫-নলবন ফিশারি অফিস এলাকা
৬. সেক্টর ৫-নিকো পার্ক এলাকা
৭. সল্টলেক সিজে ব্লক (বিধাননগর পূর্ব থানা এলাকা)
৮. যাত্রাগাছি, জ্যোতি নগর, সুলংগড়ি, প্রমোদনগর (নিউটাউন থানা এলাকা)
৯. সিটি সেন্টার ২, নোয়াপাড়া, সার্চিং মোড়, আকাঙ্ক্ষা মোড়, নবাবপুর, যাত্রাগাছি, ঘুনি (ইকোপার্ক থানায় এলাকা)
১০. জগদীশপুর, ভাতেণ্ডা, রায়গাছিয়ানি, রেকজোয়ানি (রাজারহাট থানায় এলাকা)