• 'তৃণমূলের থেকে BJP-কে ভোট দেওয়া ভালো'! অধীরের মন্তব্যে তোলপাড়, কী বলছে কংগ্রেস?
    এই সময় | ০১ মে ২০২৪
  • ‘‌তৃণমূলকে ভোট দেওয়ার থেকে ভালো বিজেপিকে ভোট দিয়ে দেওয়া’, কথাগুলো বলছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী? সম্প্রতি এমনই একটি ভিডিয়ো ক্লিপ সামনে আনা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি এই সময় ডিজিটাল। ভিডিয়োটিতে অধীরকে বলতে শোনা যাচ্ছে, তৃণমূলের থেকে BJP-কে ভোট দেওয়া ভালো। এই নিয়ে রীতিমতো আলোড়ন সোশ্যাল মিডিয়ায়।মঙ্গলবার জঙ্গিপুরের কংগ্রেস প্রার্থী মোর্তাজা হোসেন (বকুল)এর সমর্থনে প্রচার করার জন্য জনসভা করেন অধীর। সেখানে উপস্থিত ছিলেন মহম্মদ সেলিমও।

    তৃণমূলের তরফে একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয়েছে। যেখানে অধীরকে বলতে শোনা যাচ্ছে, 'তৃণমূলকে ভোট দেওয়ার থেকে ভালো BJP-কে ভোট দিয়ে জেতানো। তৃণমূলকে ভোট দেওয়া মানে, তার থেকে ভালো বিজেপিকে ভোট দেওয়া।' এরপরেই অবশ্য বাম-কংগ্রেসের প্রশংসা শোনা গিয়েছে তাঁর কণ্ঠে। তৃণমূলের একাধিক নেতানেত্রী সেই ক্লিপ সোশ্য়াল মিডিয়ায় শেয়ার করেছেন।

    এই ভিডিয়ো প্রসঙ্গে জানার জন্য ফোনে অধীর চৌধুরীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে এই সময় ডিজিটাল। কিন্তু, তিনি ফোন তোলেননি। অন্যদিকে, কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ সংবাদ মাধ্যমে দাবি করেছেন, 'ওই ভিডিয়োটি বিকৃত করে ছাড়া হয়েছে। তৃণমূল ভয় পেয়েছে। মুর্শিদাবাদের তিনটি আসনেই হারবে বলে ভয় পেয়েছে তৃণমূল।' এখানেই শেষ নয়, তিনি তৃণমূল এবং BJP-র জোট প্রসঙ্গে তোপ দাগেন। বলেন, 'তৃণমূলের সঙ্গে BJP-র পরোক্ষ জোট প্রসঙ্গে সকলে জানেন।'

    এদিকে এই ভিডিয়ো ক্লিপ নিয়ে সরব তৃণমূল। জয়প্রকাশ মজুমদার বলেন, ‘অধীর চৌধুরী BJP-র এজেন্ট হয়ে কাজ করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সর্বভারতীয় ক্ষেত্রে জোট করবেন। কিন্তু, এই রাজ্যে করবেন না। কারণ হিসেবে তিনি স্পষ্ট বলেছিলেন কংগ্রেস এবং বামেদের তিনি ভরসা করেন না। আর আজ সেই কথাটাই প্রমাণিত হল। অধীরবাবুর মন্তব্যে এটা স্পষ্ট।’

    এদিকে এই ভিডিয়ো সামনে আসার পর কার্যত অস্বস্তিতে জেলায় বাম নেতৃত্বও। তবে প্রকাশ্যে এই বিষয়ে মুখ খুলতে নারাজ তাঁরা। নাম প্রকাশে অনিচ্ছুক এক বাম নেতার কথায়, 'অধীর চৌধুরী নিজের মন্তব্যে একসঙ্গে তৃণমূল এবং BJP-কে আক্রমণ করছিলেন। ওই মন্তব্যের পরেই তিনি বলেছিলেন কংগ্রেস প্রার্থীকে জেতাতে হবে। সবমিলিয়ে তাঁর মন্তব্যের একটি অংশকে সামনে রেখে আক্রমণ করা হচ্ছে।’ বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত মহম্মদ সেলিমের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
  • Link to this news (এই সময়)