• Kunal Ghosh News: পদ থেকে অপসারিত, সুদীপের বিরুদ্ধে সুর চড়িয়ে শাস্তি কুণাল ঘোষের?
    এই সময় | ০১ মে ২০২৪
  • লোকসভা নির্বাচনের আগে বড় সিদ্ধান্ত তৃণমূলের। কুণাল ঘোষকে রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়ে দেওয়া হল। আগেই তাঁকে দলের মুখপাত্র পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। বুধবার একটি রক্তদান শিবিরে তাঁকে BJP প্রার্থী তাপস রায়ের প্রশংসা করতে শোনা যায়। তার কয়েক ঘণ্টার মধ্যে তৃণমূলের এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।উল্লেখ্য, বুধবার সকালেই কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়ের প্রশংসা শোনা গিয়েছিল কুণালের কণ্ঠে। এই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই কুণাল ঘোষের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল তৃণমূল। কয়েক মাস আগে তৃণমূলের মুখপাত্র পদ থেকে সরানো হয়েছিল কুণাল ঘোষকে। এবার দলের সমস্ত পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়া হল।

    তৃণমূলের তরফে বিবৃতিতে বলা হয়েছে, 'সম্প্রতি কুণাল ঘোষ অনেক মন্তব্য করেছেন যা দলের মতামতের সঙ্গে মেলে না। এটা বোঝানো প্রয়োজনীয় ছিল যে তাঁর বক্তব্য নিজের। এর সঙ্গে দলের ভাবনা সম্পর্কযুক্ত নয়।' পাশাপাশি এবার থেকে তৃণমূলের সদর দফতর থেকে যে বিবৃতি জারি করা হবে তা দলের বক্তব্য হবে। কুণালের কোনও বক্তব্যকে আর যাতে দলের বক্তব্য হিসেবে না নেওয়া হয় সেই জন্য বলা হয়েছে। যদি তা করা হয় সেক্ষেত্রে আইনি পদক্ষেপ করা যেতে পারে তৃণমূলের পক্ষ থেকে।

    উল্লেখ্য, বুধবার উত্তর কলকাতার ৩৮ নম্বর ওয়ার্ডে একটি রক্তদান শিবিরে হাজির ছিলেন কুণাল ঘোষ এবং BJP প্রার্থী তাপস রায়। সেখানেই তিনি তাপসের প্রশংসা করেন। তিনি বলেছিলেন, 'তাপস রায় যতদিন জনপ্রতিনিধি ছিলেন তিনি মানুষকে পরিষেবা দিয়েছেন। সাধারণ মানুষের জন্য তাঁর দরজা দিন রাত খোলা থাকত। মানুষ সবসময় ডেকে তাঁকে পেয়েছেন।'

    কুণালের এই মন্তব্যে কার্যত অস্বস্তিতে পড়তে হয়েছিল তৃণমূলকে। এর কয়েক ঘণ্টার মধ্যেই কুণালের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হল। যদিও এখনও পর্যন্ত এই প্রসঙ্গে কুণাল ঘোষের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কুণাল ঘোষ অতীতেও একাধিক মন্তব্য করেছেন যা নিয়ে বিস্তর চর্চা হয়েছে। সুদীপের সঙ্গে তাঁর সম্পর্ক সমীকরণ নতুন নয়। তার উপর ভোটের আগে এভাবে BJP প্রার্থীর প্রশংসা কার্যত অস্বস্তিতে ফেলেছিল দলকে।

    এই প্রেক্ষিতে কুণালের বিরুদ্ধে পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এই নিয়ে বঙ্গ রাজনৈতিক মহলে তীব্র আলোচনা শুরু হয়েছে।
  • Link to this news (এই সময়)