মোদী সফরের জন্য বৃহস্পতি-শুক্রে শহরে যান নিয়ন্ত্রণ, কোন কোন রাস্তা এড়িয়ে চলবেন?
এই সময় | ০১ মে ২০২৪
তৃতীয় দফার নির্বাচনের আগে আবারও বাংলায় আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২ মে তিনি কৃষ্ণনগর, বর্ধমান পূর্ব, বোলপুর মোট তিনটি জনসভা করতে চলেছেন। মোদীর কলকাতায় আসার জন্য সুরক্ষার কথা মাথায় রেখে পুলিশের তরফে যান নিয়ন্ত্রণের বন্দোবস্ত করা হয়েছে।কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪০ থেকে রাত ১১টা পর্যন্ত এবং শুক্রবার সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত পণ্যবাহী ভারী গাড়িগুলির কলকাতায় ঢোকা বন্ধ। এছাড়াও বৃহস্পতিবার একাধিক রাস্তায় যানচলাচল নিয়ন্ত্রণ হবে। এগুলি হল উল্টোডাঙা ফ্লাইওভার, ইএম বাইপাস, মা উড়ালপুল, এজেসি বোস উড়ালপুল, হসপিটাল রোড, লাভার্স লেন, খিদিরপুর রোড, জেনসন অ্যান্ড নিকোলসন আইল্যান্ড, রেড রোড, আর আর অ্যাভিনিউ, রাজভবন (সাউথ গেট)। ২ এপ্রিল ৬.৪০ মিনিট থেকে ১১ পর্যন্ত পর্যন্ত এই যানচলাচল নিয়ন্ত্রণ হবে বলে জানা যাচ্ছে।
অন্যদিকে, ৩ তারিখ ৮ টা থেকে ১২ টা পর্যন্ত রাজভবন (সাউথ গেট), আর আর অ্যাভিনিউ, রেড রোড, জেনসন অ্যান্ড নিকোলসন আইল্যান্ড, খিদিরপুর রোড এবং ১১ ফারলং গেটে যানচলাচল নিয়ন্ত্রণ করা হবে।
প্রসঙ্গত, এই লোকসভা নির্বাচনে গতবারের থেকে ভালো ফলাফল করার জন্য একপ্রকার মরীয়া BJP। ৩০-এর বেশি আসন পাওয়ার জন্য প্রচারে কোনও খামতি রাখতে চাইছেন না নমো। বাংলায় একাধিক জনসভা করেছেন তিনি। সন্দেশখালি নিয়ে একাধিকবার সুর চড়াতে শোনা গিয়েছে তাঁকে। আবার কখনও তিনি বাংলায় জন্ম নেওয়ার আশা প্রকাশ করে বাঙালি আবেগে শান দিয়েছেন।
কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রকে বিশেষ ফোকাস করছে BJP। মহুয়া মৈত্রের বিরুদ্ধে কৃষ্ণনগর রাজবাড়ির সদস্য অমৃতা রায়কে প্রার্থী করা হয়েছে BJP-র পক্ষ থেকে। অন্যদিকে, বোলপুরও যথেষ্ট উল্লেখযোগ্য কেন্দ্র। এই প্রথম লোকসভা নির্বাচনে অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতে বীরভূমে নির্বাচন হতে চলেছে। সেক্ষেত্রে এই দুই কেন্দ্রের ফলাফল ঠিক কী হবে, সেই দিকে সব নজর। বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে এবার BJP-র প্রার্থী অসীম সরকার। তাঁর সমর্থনে সভা করবেন মোদী।
সবমিলিয়ে রাজ্যে তৃতীয় দফা নির্বাচনের আগে নরেন্দ্র মোদীর বঙ্গ সফর এবং তিন তিনটি জনসভা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। এই সভাগুলি থেকে দলের উদ্দেশে ঠিক কী বার্তা দেন তিনি, এখন সব নজর সেই দিকেই।