Sword Attack In London: এলো পাথারি সামুরাই সোর্ড হানায় লন্ডনে মৃত্যু কিশোর
এই সময় | ০১ মে ২০২৪
লন্ডন: সিডনির শপিং মলে ছুরি-হামলার দু'সপ্তাহের মাথায় লন্ডনের রাস্তায় তরোয়াল নিয়ে আক্রমণ। যাতে নিহত হয়েছে ১৩ বছরের এক কিশোর। ইস্ট লন্ডনের হেইনট ডিস্ট্রিক্টের রাস্তায় মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৭টার কিছু আগে ওই ঘটনা ঘটে। বছর ৩৬-এর এক যুবকের তরোয়ালবাজিতে জখম হন দু'জন পুলিশকর্মী এবং দুই সাধারণ নাগরিক। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলাকারীর হাতে সামুরাই সোর্ডের মতো একটি তরোয়াল ছিল। শেষমেশ টেজ়ার গান বা স্টান গানের বৈদ্যুতিক শক দিয়ে ওই আততায়ীকে কাবু করে পুলিশ।সিডনির শপিং মলে এক আততায়ীর ছুরি হামলায় ছ'জন নিহত হওয়ার ঘটনায় যে প্রশ্ন উঠেছিল, সেই একই প্রশ্ন উঠেছে এ দিন লন্ডনের ঘটনাতেও। এটা কি ইসলামিক স্টেট জঙ্গি মতাদর্শে প্রভাবিত 'লোন উল্ফ অ্যাটাক'? লন্ডন মেট্রোপলিটন পুলিশ অবশ্য প্রাথমিক ভাবে জানিয়েছে, এর সঙ্গে সন্ত্রাসবাদীদের সম্পর্ক নেই। তবে এর পিছনে কী কারণ, সেটাও তারা স্পষ্ট জানাতে পারেনি।
লন্ডন মেট্রোপলিটন পুলিশের চিফ সুপারিনটেন্ডেন্ট স্টুয়ার্ট বেল জানান, হামলাকারীর তরোয়ালের আঘাতে ১৩ বছরের ওই কিশোর-সহ পাঁচ জন জখম হন। পাঁচ জনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার কিছুক্ষণের মধ্যে মারা যায় ওই টিনএজার। জখম দুই পুলিশ অফিসারের আঘাত গুরুতর, তাঁদের অস্ত্রোপচার করা হবে।
ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক এই তরোয়াল হামলাকে 'শকিং' বলে বর্ণনা করেছেন। এক্স হ্যান্ডেলে সুনক লিখেছেন, 'আমাদের এখানে এই ধরনের হিংসার কোনও জায়গা নেই। আমি ধন্যবাদ দিচ্ছি জরুরি পরিষেবা দেওয়া সংস্থাগুলোকে। অভূতপূর্ব সাহসিকতা দেখানোর জন্য পুলিশ বাহিনীর প্রতি আমার শ্রদ্ধা জানাচ্ছি।'
হামলার খবর ছড়িয়ে পড়তেই পুলিশের পাশাপাশি দমকলের ইঞ্জিন ও অ্যাম্বুল্যান্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। লন্ডনের মেয়র সাদিক খান জানিয়েছেন, তিনি এ দিনের ঘটনায় 'পুরোপুরি বিধ্বস্ত'। মেয়রের কথায়, 'পুলিশ এবং জরুরি পরিষেবা দেওয়া সংস্থাগুলোর কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে যে ভাবে অন্যদের বাঁচাতে তৎপরতা দেখিয়েছেন, তাতে আমি অন্তর থেকে তাঁদের ধন্যবাদ জানাচ্ছি।'
সোশ্যাল মিডিয়ায় আসা ছবি ও ভিডিয়ো ফুটেজে দেখা যাচ্ছে, হলুদ জাম্পার পরা ওই যুবক তরোয়াল হাতে ঘুরছে রাস্তার ধারের বাড়িগুলোর আশপাশ দিয়ে। প্রত্যক্ষদর্শী এক মহিলা জানাচ্ছেন, হামলাকারী তাঁর বাড়ির বাইরে দাঁড়িয়ে চিৎকার করে বলছিল, 'তুমি কি ঈশ্বরে বিশ্বাস করো?' ওই মহিলা জানলার আড়ালে লুকিয়ে পড়েন।