• Heatwave Warning : এপ্রিলে ট্রেলার, মে-জুনে আর‌ও ভয়ানক তাপপ্রবাহ! ভয় ধরাল হাওয়া অফিস
    এই সময় | ০১ মে ২০২৪
  • 'পিকচার আভি বাকি হ্যায়...'। ঠিক যেন এমনটাই বলছে গ্রীষ্মকাল। দুর্বিসহ হিটওয়েভে নাজেহাল দেশের মানুষ। তবে এপ্রিল তো কেবলমাত্র ট্রেলার ছিল। আগামী জুন মাস পর্যন্ত আরও ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে চলেছে দেশবাসী। এমনই পূর্বাভাস IMD-র।খেল দেখাবে হিটওয়েভএপ্রিল থেকে গরম যা খেল দেখানো শুরু করেছে তা চলবে আগামী জুন পর্যন্ত। মে এবং জুন মাসেও তীব্র থেকে তীব্রতর হবে তাপপ্রবাহ পরিস্থিতি। মধ্য এবং পশ্চিম উপদ্বীপ অঞ্চলে সবচেয়ে বেশি তাপপ্রবাহ চলবে। মারাত্মক লু চলবে মধ্য, উত্তর ভারতের সমতলভাগ এবং দক্ষিণ ভারতে।

    IMD ডিরেক্টর মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেন, 'সাধারণত চার থেকে আটদিন হিটওয়েভ চলে দেশে। তবে এ বছর দেশের বিভিন্ন অংশে ১০ থেকে ২০ দিন হিটওয়েভ চলবে।' কেন্দ্রীয় ভূবিজ্ঞান মন্ত্রী কিরেণ রিজিজু বলেন, 'মে মাসে চার দফায় লোকসভা ভোট রয়েছে। হিটওয়েভ নিয়ে পর্যাপ্ত সতর্কতা অবলম্বন করতে হবে সকলকেই। অ্যাডভাইসরি জারি করা হয়েছে প্রত্যেক লোকসভা কেন্দ্রেই। রাজ্য সরকারগুলির সঙ্গে আমরা এই নিয়ে জরুরি বৈঠকও সেরেছি।'

    কোন কোন রাজ্যে মে-জুনে হিটওয়েভের প্রভাব বেশি?গুজরাট, মধ্য মহারাষ্ট্র, উত্তর কর্নাটক, রাজস্থান, মধ্য প্রদেশ, ওডিশা, উত্তর ছত্তিশগড় এবং অন্ধ্র প্রদেশে এবার হিটওয়েভের ভয়ংকর প্রভাব পড়বে। এ প্রসঙ্গে মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেন, 'এপ্রিল মাস জুড়ে দেশের বেশিরভাগ অংশেই স্বাভাবিকের থেকে তাপমাত্রা বেশি ছিল।' কিরেণ রিজিজু বলেন, 'পশ্চিমবঙ্গ, ওডিশা, অন্ধ্র প্রদেশ, মহারাষ্ট্র, মধ্য প্রদেশ এবং কর্নাটক আগামীদিনে হিটওয়েভের কবলে আরও নাজেহাল হতে চলেছে।'

    গরম এ বার বহু বছরের নজির ভেঙে দিয়েছে। তীব্র তাপপ্রবাহে কাহিল দেশের একাধিক রাজ্য। বুধবার ১৩টি রাজ্যে তাপপ্রবাহের সতর্কতা জারি ছিল। মৌসম ভবন জানিয়েছে, আগামী তিন দিন দেশের এই ১৩টি রাজ্যেই চলবে তাপপ্রবাহ। জারি করা হয়েছে লাল সতর্কতাও। তালিকায় রয়েছে, উত্তর প্রদেশ। যোগীরাজ্যের লখনউ, বারাণসীর মতো এলাকায় তাপমাত্রা ছাড়িয়ে গিয়েছে ৪০ ডিগ্রি। মৌসম ভবন জানিয়েছে, উত্তর প্রদেশের পূর্বাংশ, গুজরাটের কচ্ছ, সৌরাষ্ট্র, পশ্চিমবঙ্গ, গোয়া, তামিলনাড়ু, তেলঙ্গানা, অন্ধ্র প্রদেশ, পুদুচেরী, কর্নাটকে তাপপ্রবাহ চলতে পারে। তীব্র তাপপ্রবাহ চলতে পারে ওডিশা, বিহার, ঝাড়খণ্ডেও। রেহাই মিলছে না দিল্লিতেও। বুধবার থেকেই তাপপ্রবাহ পরিস্থিতি তৈরি হয়েছে রাজধানীতে। সেখানেও শীঘ্রই তাপমাত্রা ছুঁয়ে ফেলবে ৪০ ডিগ্রির গণ্ডি। আগামী তিন দিনে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই রাজধানীতে।
  • Link to this news (এই সময়)