'হঠাৎ করে ভোটটা বাড়িয়ে দিয়েছে!' BJP-কে নিশানা করে বিস্ফোরক অভিযোগ মমতার
এই সময় | ০১ মে ২০২৪
প্রথম ও দ্বিতীয় নির্বাচনে কোনও কোনও জায়গায় হঠাৎ করে ভোটের শতাংশ বেড়ে গিয়েছে, দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থীর সমর্থনে ফরাক্কার নির্বাচনী সভা থেকে কার্যত এমনই গুরুতর অভিযোগ তুললেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমকা বন্দ্যোপাধ্যআয়। এখানেই শেষ নয়, কমিশননের কাছে আসল তথ্য প্রকাশ করার দাবিও জানান তিনি।
কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়?এদিন ফরাক্কার সভা থেকে অভিযোগের সুরে মমতা বলেন, 'প্রথম দুই দফায় কোথায়, কত শতাংশ ভোট পড়েছে তা সব সংবাদমাধ্যমে জানিয়েছে। কমিশনও সেটা জানিয়েছে। গত রাতে (মঙ্গলবার) শুনতে পেলাম, যেখানে বিজেপির কম ভোট হয়েছিল সেখানে হঠাৎ করে ৫.৭৫ শতাংশ ভোটটা বাড়িয়ে দিয়েছে। নির্বাচন কমিশন নোটিশ জারি করেছে।' তাঁর দাবি, 'ইভিএম মেশিন কারা তৈরি করেছে, ইভিএম মেশিনের চিপ কারা তৈরি করেছে, এই সংখ্যাটা বাড়ল কী করে তা আমরা জানতে চাই।’ তাঁর সংযোজন, ‘এই সন্দেহ দূর করুন। আসল সত্যিটা মানুষকে জানান।’ এরপরেই তাঁর মন্তব্য, ‘ইলেকশনেও চিটিং?’প্রসঙ্গত, এই প্রথম নয়, এর আগেও এই ধরনের কথা শোনা গিয়েছে মমতার মুখে। কোচবিহারের একটি জনসভায় বক্তৃতা দিতে গিয়ে মমতাও প্রশ্ন তোলেন, 'ইভিএমের চিপ কারা তৈরি করেছে? সেটা নিয়ে তো ইসি বলছে না কিছু। আমরা তো ব্যালটে ভোট চেয়েছিলাম, আমরা অনেকেই জবাব চাইছি। কোনও জবাব দিতে পারছে না।' তার আগেও একবার মমতাকে বলতে শোনা যায়, 'ওরা (বিজেপি) এখন থেকেই নানা পরিকল্পনা করছে। ইলেক্ট্রিক মেশিন (ইভিএম) হ্যাক করার নানারকম ব্যবস্থা করছে, আমাদের কাছে খবর এসেছে, কিছু প্রমাণ পেয়েছি, কিছু খুঁজছি।'
এদিকে এদিন ফের একবার মালদা তৃণমূলকে জয়ী করানোর আবেদন জানান মমতা। তাঁর অভিযোগ, 'মানুষ কাঁদছে, আর মোদী হাঁসছেন।' তাই তাঁর আবেদন এবার পরিবর্তন করতে হবে, পাল্টাতে হবে। মমতা সাফ জানান, এই রাজ্যে কোনওভাবেই এনআরসি, সিএএ ও ইউনিয়ন সিভিল কোড মানা হবে না। কর্মসংস্থান নিয়েও কেন্দ্রীয় সরকারকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি চাকরি বাতিল নিয়েও ভারতীয় জনতাকে পার্টিকে আক্রমণ করেন তৃণমূল নেত্রী।
একইসঙ্গে রাজ্য সরকারের তরফে যে সমস্ত প্রকল্প মানুষের জন্য নেওয়া হয়েছে, সেগুলিও ফের একবার মনে করিয়ে দেন মমতা। অন্যান্য সভার মতো এই সভা থেকেও লক্ষ্মীর ভাণ্ডার বা কন্যাশ্রীর মতো প্রকল্পগুলি বিশেষভাবে উল্লেখ করেন তিনি।