• Fact Check : 'রেস্তরাঁর খাবারে যৌন অক্ষমতার ওষুধ মেশাচ্ছে মুসলিমরা!' বিস্ফোরক মন্তব্য কংগ্রেস নেতার? জানুন সত্যিটা
    এই সময় | ০২ মে ২০২৪
  • লোকসভা নির্বাচনের প্রচারে কংগ্রেসের ইস্তেহারের সমালোচনা করতে গিয়ে বারবার মুসলিম ইস্যুকে হাতিয়ার করছেন নরেন্দ্র মোদী। দেশবাসীর উদ্দেশে তিনি বার্তা দিয়েছেন, কংগ্রেসকে ভোট দিয়ে ক্ষমতায় আনলে তারা দেশের মানুষের সমস্ত সম্পদ ছিনিয়ে নিয়ে মুসলিমদের মধ্যে বিলি করে দেবে। মুসলিমদের কথা বলতে গিয়ে তিনি 'যাদের অনেক অনেক বাচ্চা' মন্তব্যটি করেছেন। যা নিয়ে তোলপাড় গোটা দেশ। এই আবহে একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যেখানে দেখা যাচ্ছে কংগ্রেস নেতা পিসি জর্জ বলছেন, 'মুসলিম দ্বারা পরিচালিত রেস্তরাঁগুলিতে খাবার যৌন অক্ষমতার বড়ি মেশানো হচ্ছে।' বিস্ফোরক এই দাবি কি সত্য?কী ভাইরাল হচ্ছে?সোশ্যাল মিডিয়ার একাধিক প্ল্যাটফর্মে একটি ২ মিনিট ৬ সেকেন্ডের ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে শোনা যাচ্ছে, কংগ্রেস নেতা পিসি জর্জ অভিযোগ করছেন, মুসলিমদের দ্বারা পরিচালিত রেস্তরাঁগুলিতে পুরুষত্বহীনতার ওষুধ মেশানো হচ্ছে খাবারে।

    অনুসন্ধানএই ভাইরাল ভিডিয়োর সত্যতা যাচাই করেছে নিউজচেকার। দেখা গিয়েছে, এই ভিডিয়োটি ২০২২ সালের। ২০১৫ সালে পিসি জর্জ কেরালা কংগ্রেস থেকে পদত্যাগ করেন। তারও অনেক বছর পর এই ভিডিয়োর প্রকাশ্যে আসে। কিওয়ার্ড দিয়ে গুগল সার্চের মাধ্যমে দেখা যায়, এই ভিডিয়োটি ২০২২ সালের মে মাস থেকে সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। ভিডিয়োয় পিসি জর্জের পিছনে একটি ব্যানার দেখা যায়। যেখানে লেখা, 'হিন্দু মহাসম্মেলন ২০২২'। মালয়ালমে 'পিসি জর্জ', 'হিন্দু মহাসম্মেলন' এবং 'যৌন অক্ষমতার ওষুধ' লিখে সার্চ করা হয় গুগলে। এতে পাওয়া যায় একটি নিউজ ১৮-এর প্রকাশিত রিপোর্ট। ২০২২ সালের ৩০ এপ্রিলের সেই ঘটনার রিপোর্টে লেখা রয়েছে, প্রাক্তন MSF নেতা DGP-র কাছে একটি অভিযোগ দায়ের করেছেন প্রাক্তন বিধায়ক পিসি জর্জের বিরুদ্ধে। সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগ এই নেতার বিরুদ্ধে। অনন্তপুরী হিন্দু মহা সম্মেলনে বক্তব্য রাখা পিপি শৈজল এই অভিযোগটি করেন। তিরুবনন্তপুরমে এই হিন্দু মহা পরিষদের আয়োজিত সম্মেলনে প্রাক্তন বিধায়ক পিসি জর্জ মুসলিম সম্প্রদায়কে অসম্মান করেন। ইচ্ছাকৃতভাবে তিনি সাম্প্রদায়িক অশান্তি ছড়ানোর চেষ্টা করেন।

    সম্মেলনে পিসি জর্জ বলেন, 'মুসলিমরা ধর্মাবলম্বীরা ইচ্ছে করে পানীয়তে ড্রাগ মিশিয়ে দেয়। মুসলিমরা নিজেদের বংশবৃদ্ধি করে এই দেশে শাসন করতে চাইছে। ভারতকে মুসলিম দেশ তৈরি করতে চাইছে। তিনবার করে খাবারে থুতু ফেলে তা বিতরণ করেন মুসলিম মৌলবীরা।'

    জনৈক তৌহফিক পোক্কাক্কিল্লাথ ইসমাইল তাঁর ফেসবুকে ২০২২ সালের ১ মে একটি দু'মিনিটের ভিডিয়ো পোস্ট করেন। সেটির এক মিনিট ১৯ সেকেন্ডের মাথায় পিসি জর্জকে বলতে শোনা যায়, 'মুসলিমরা ইচ্ছাকৃতভাবে পানীয়ের গ্লাসে যৌন অক্ষমতার ওষুধ মিশিয়ে দিচ্ছে।'

    পিসি জর্জ ১৯৮২-৮৭ এবং ১৯৯৬-২০২১ সাল পর্যন্ত কেরালার কোট্টায়াম জেলার পুঞ্জর নির্বাচনী এলাকার সাত বারের বিধায়ক। শেষবার ২০১৬-২০২১ এ প্রতিনিধিত্ব করেছিলেন এই কেন্দ্রে। ২০১৬ সালের বিদানসভায় তিনি নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন। ২৭ হাজার ভোটের ব্যবধানে LDF এবং UDF প্রার্থীদের পরাজিত করেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তিনি LDF প্রার্থী সেবাস্তিয়ান কুলাথুনকালের কাছে ১৬ হাজার ভোটে হেরে যান। ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি কেরালা কংগ্রেসের সদস্য ছিলেন। UDF সরকারের চিফ হুইপও ছিলেন পিসি জর্জ। ২০১৭ সালে তিনি ছিলেন রাজ্য বিধানসভার একমাত্র নির্দল বিধায়ক। এরপর পিসি জর্জ কেরালা জনপক্ষম নামে একটি নয়া দল গঠন করেন। ২০১৯ সালের এপ্রিলে সাতবারের এই বিধায়ক নিজের দল নিয়ে BJP নেতৃত্বাধীন NDA-তে যোগদান করেন। কংগ্রেস এবং CPIM-এর সঙ্গে সেই থেকে দূরত্ব তৈরি করেন পিসি জর্জ। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে লোকসভা নির্বাচনের আগে তিনি তিরুবনন্তপুরমের সেন্ট্রাল স্টেডিয়ামে NDA-এর কেরালা পদযাত্রার সমাপ্তি অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে BJP-তে যোগদান করেন।

    সত্যিটা কী?অতএব, পিসি জর্জের ২০২২ সালের ভিডিয়োটিকে বর্তমান সময়ের বলে শেয়ার করা হচ্ছে। তিনি বর্তমানে BJP-তে রয়েছেন। তাঁকে কংগ্রেস নেতা বলে দাবি করা হয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা। যে সময় তিনি মুসলিমদের নিয়ে সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্যটি করেছিলেন তখন তিনি নিজস্ব দল কেরালা জনপক্ষমের সুপ্রিমো ছিলেন। অর্থাৎ এই ভাইরাল ভিডিয়ো অর্থ সত্য।
  • Link to this news (এই সময়)