• Fact Check : গরু বোঝাই ট্রাকের ভিডিয়ো আদানি বন্দরের? ফ্যাক্ট চেকে প্রকাশিত সত্য
    এই সময় | ০২ মে ২০২৪
  • লোকসভা নির্বাচন চলছে। তারই মাঝে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিয়ো, যেখানে বন্দরে গরু ভর্তি ট্রাকের সারি দেখা যাচ্ছে। ভিডিয়োতে দাবি করা হয়েছে, এটি গুজরাটের আদানি বন্দরের দৃশ্য, যেখান থেকে আরব দেশগুলি থেকে গবাদি পশু রফতানি করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। ভিডিয়োটি দেখার পরে, সেটির ফ্যাক্ট চেক করে সংবাদমাধ্যম বিশ্বাস নিউজ। ফ্যাক্ট চেক করে বিশ্বাস নিউজ বুঝতে পারে, ভিডিয়োটি ভুয়ো। ভাইরাল হওয়া ভিডিয়োটির সঙ্গে গুজরাট বন্দরের কোনও যোগসূত্র নেই বা সেটি ভারতের কোনও বন্দরেরও নয়।কী ভাইরাল হয়?আদনান হামিদ নামে এক সোশ্যাল মিডিয়া ইউজার ভিডিয়োটি শেয়ার করে লেখেন, 'গুজরাট: আদানি বন্দরে হাজার হাজার গরু ট্রাকে দাঁড়িয়ে আছে। আরব দেশগুলোতে যেতে… এরা কোন ইবাদত করবে।' বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আরও অনেক ইউজার একই দাবি করে ভিডিয়োটি শেয়ার করেছেন।

    কী ভাবে খতিয়ে দেখা হল?ভাইরাল ভিডিয়োতে দেখা যায় একটি বন্দরে গরু ভর্তি ট্রাকের দীর্ঘ সারি দেখা যায় এবং সেই তাতে দাবি করা হয়েছে যে সেটি গুজরাটের আদানি বন্দর থেকে গরু রফতানির একটি ভিডিয়ো, যা আরব দেশে পাঠানো হচ্ছে। ভাইরাল সেই ভিডিয়োর রিভার্স ইমেজ সার্চ করে বিশ্বাস নিউজ Hamed ELhagary নামে একজন ফেসবুক ইউজারের প্রোফাইল দেখতে পায়, যেটি যা আরবি টেক্ট বা ক্যাপশন সহ শেয়ার করা হয়েছে। আরবি ভাষায় লেখা শব্দগুলো অনুবাদ করার পর বিশ্বাস নিউজ এমন কোনও তথ্য পাইনি যা ভিডিয়োটির লোকেশন নিশ্চিত করতে পারে।

    ফ্যাক্ট চেকের সময়, বিশ্বাস নিউজ এই ভিডিওটি অন্য ইউজারদের প্রোফাইলেও দেখতে পায়। তবে, ভিডিয়োগুলির কোনওটিতেই সেটি যে গুজরাট বা ভারতের সঙ্গে সম্পর্কিত তেমন কোনও তথ্য নেই। ভিডিয়োটি মনোযোগ সহকারে দেখার পরে, বিশ্বাস নিউজ দু'জনকে দেখতে পায়, যাঁদের পোশাক সাধারণত উপসাগরীয় দেশগুলির মানুষের মতো।

    ভিডিয়োটির অবস্থান নিশ্চিত করার জন্য, বিশ্বাস নিউজ আবার এর অন্যান্য কী ফ্রেমের বিপরীত চিত্র অনুসন্ধান করে। অনুসন্ধানের সময়, ইরাকের কাসর বন্দরের 'Al Mayadeen Channel' নামে একটি ইউটিউব চ্যানেলে এক বছর আগে আপলোড করা একটি ভিডিয়ো পায়।

    ভাইরাল ভিডিয়ো সম্পর্কে সংবাদমাধ্যমটি আদানি গ্রুপের মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করে। তিনি জানান 'এই ভিডিওটির সঙ্গে আমাদের কোনও বন্দরের কোনও সম্পর্ক নেই।' এরপর বাণিজ্য ও শিল্প মন্ত্রকের অধীনে apeda.gov.in-এর ওয়েবসাইটও চেক করা হয়। যেখানে ভারত থেকে মাংস রফতানির তথ্য পাওয়া যায়। পরিসংখ্যান অনুসারে, ভারত বেশিরভাগ মহিষের মাংস রফতানি করে। ভারত সরকার গরুর মাংস রফতানি করে না। এছাড়া Aabhas Maldahiyar এক্স অ্যাকাউন্ট থেকে একটি পোস্টও পাওয়া যায়।

    উপসংহার : গুজরাটের আদানি বন্দর থেকে আরব দেশে গবাদি পশু রফতানির দাবি জাল এবং এর সঙ্গে ভাইরাল হওয়া ভিডিয়োটি ভারতের নয়, ইরাকের।

    (This article was originally published by vishvasnews and later edited and translated by Ei Samay Digital)
  • Link to this news (এই সময়)