Heatwave : ১৫ বছরের রেকর্ড ব্রেক! এপ্রিলে সর্বাধিক হিটওয়েভ বঙ্গে, তথ্য় প্রকাশ IMD-র
এই সময় | ০২ মে ২০২৪
এপ্রিল মাসে সর্বাধিক হিটেওয়েভে শিকার পশ্চিমবঙ্গ। যা গত ১৫ বছরে সর্বাধিক। এমনটাই জানিয়েছে IMD। পিছিয়ে নেই ওডিশাও। সেখানেও গত ৯ বছরের রেকর্ড ব্রেক।IMD ডিরেক্টর মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেন, '২০১৬ সালের এপ্রিল মাসের পর এই প্রথম টানা ১৬ দিন হিটওয়েভ পেল ওডিশা। যা দেশের মধ্যে সর্বাধিক। এ ছাড়া দক্ষিণ রাজস্থান, পশ্চিম মধ্য় প্রদেশ, বিদর্ভ, মারাঠাওয়াড়া এবং গুজরাটে মে মাসে পাঁচ থেকে আটটি অতিরিক্ত তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।'
দেশের অধিকাংশ রাজ্য়েই মে মাসের স্বাভাবিকের থেকে তাপমাত্রা বেশি থাকবে। তবে উত্তর পূর্ব, উত্তর পশ্চিম এবং মধ্য ভারতে কিছুটা হলেও স্বাভাবিক থাকবে তাপমাত্রা। দীর্ঘ তাপপ্রবাহ পর্ব চলেছে পূর্ব, দক্ষিণ উপদ্বীপ এলাকায়। ঝড়বৃষ্টির অভাব এবং অ্যান্টি সাইক্লোন পরিস্থিতির জেরেই এই অবস্থা বলে জানিয়েছে মৌসম ভবন।
মৃত্যুঞ্জয় মহাপাত্র আরও বলেন, '১৯৮০ সাল থেকেই স্বাভাবিকের তুলনায় বেশি তাপমাত্রা থাকে দক্ষিণ উপদ্বীপ এলাকায়। ১৯০১ সালের পর থেকে চলতি এপ্রিল মাসের তাপমাত্রা সবচেয়ে বৃদ্ধি পেয়েছে। পূর্ব এবং উত্তর পূর্ব ভারতেও ১৯০১ সালের পর থেকে স্বাভাবিকের থেকে বেশি তাপমাত্রা রয়েছে।'
মূলত কালবৈশাখীর দেখা না মেলার জন্যই তাপমাত্রা মারাত্মক হারে বৃদ্ধি পেয়েছে পূর্ব এবং উত্তর পূর্ব ভারতে। চলতি মাসে IMD জানিয়েছিল ২০২৪ সালে উষ্ণতম বছর হতে চলেছে। ২০২৩ সালের উষ্ণতম বছরের রেকর্ড ভেঙে ফেলেবে এ বছরের ঊর্ধ্বমুখী পারদ। মে মাসে আরও মারাত্মক তাপমাত্রা বৃদ্ধির আশঙ্কা করেছে মৌসম ভবন। উত্তর এবং মধ্য ভারতেও এই পরিস্থিতি চলবে।'
সর্বকালীন রেকর্ড প্রায় ভেঙে গিয়েছে এপ্রিলে। তবে এখানেই শেষ নয়। মে এবং জুন মাসে ভয়ংকর তাপপ্রবাহ পরিস্থিতির পূর্বাভাস দিয়েছে IMD। জানা যাচ্ছে, এপ্রিল মাসে হিটওয়েভের ট্রেলার চলছিল। এবার মে এবং জুন মাসেও দেশের একাদিক অংশে চলবে মারাত্মক লু। বাংলা সহ একাধিক রাজ্যে তৈরি হবে দুর্বিসহ পরিস্থিতি। মধ্য এবং পশ্চিম উপদ্বীপ অঞ্চলে সবচেয়ে বেশি তাপপ্রবাহ চলবে। মারাত্মক লু চলবে মধ্য, উত্তর ভারতের সমতলভাগ এবং দক্ষিণ ভারতে। IMD ডিরেক্টর মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেন, 'সাধারণত চার থেকে আটদিন হিটওয়েভ চলে দেশে। তবে এ বছর দেশের বিভিন্ন অংশে ১০ থেকে ২০ দিন হিটওয়েভ চলবে।' হিটওয়েভ নিয়ে পর্যাপ্ত সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে লোকসভা পর্বে। মে মাসে রয়েছে চার দফা লোকসভা ভোট। জুন মাসে এক দফা এবং ভোটগণনা।