• 'হেরে গেলে বিদ্যুৎ সংযোগ কেটে দেব', ভোটারদের হুমকি কংগ্রেস বিধায়কের
    এই সময় | ০২ মে ২০২৪
  • কংগ্রেস হেরে গেলে বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হবে। বুধাবর ভোটারদের এই ভাষাতেই হুমকি দেওয়ার অভিযোগ উঠলো কর্নাটকের কংগ্রেস বিধায়ক রাজু কাগের বিরুদ্ধে।রাজু কাগে কর্নাটকের চিক্কোডির কাগওয়াড়ের কংগ্রেস বিধায়ক। এদিন লোকসভা নির্বাচনের প্রচারে জুগালাতোতে সভা করে কংগ্রেস। সেখানেই ভোটারদের কার্যত হুমকি দিতে শোনা যায় কংগ্রেস বিধায়ককে। আর তাই নিয়েই শুরু হয়েছে জোর বিতর্ক।

    ভোটারদের হুমকির ভিডিয়ো মুহূর্তে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সেইসোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল ভিডিয়োতে রাজু কাগেকে বলতে শোনা যাচ্ছে, ‘আপনি যদি আমাদের বিপুল ব্যবধানে না জেতান, তাহলে বিদ্যুৎ সংযোগ কেটে দেব। কোনও কথার কথা বলছি না, এটাই করব।’

    তবে এবারই প্রথম নয়। এর আগেও একাধিকবার বিতর্কিত মন্তব্য করে কংগ্রেসের অস্বস্তি বাড়িয়েছেন রাজুকাগে। মঙ্গলবার বক্তৃতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যেও বিতর্কিত মন্তব্য করেছিলেন তিনি। তার আগে মমদাপুরে নির্বাচনী সমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিলাসবহুল জীবনযাপন করেন বলে কটাক্ষ করেছিলেন রাজু কাগে। তিনি দাবি করেন, মোদী তিন হাজার কোটি টাকার বিমনে চড়েন। চার লাখ টাকার স্যুট পরেন।

    তবে ভোটারদের হুমকি দেওয়াকে মোটেই ভাল চোখে দেখছে না বিজেপি। কংগ্রেস বিধায়কের এমন মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তারা। ভোটারদের হুমকি দেওয়ার ঘটনার তীব্র নিন্দা করে বিজেপি মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা বলেন, ‘কংগ্রেস বিধায়কের মন্তব্য থেকে প্রমান হয়ে গেল এরা মহাব্বত কি দুকান নয়, এরা ধমকি কি ভাইজান।‘

    তবে শুধুমাত্র কংগ্রেস বিধায়ক রাজু কাগে নয়, ভোটারদের হুমকি দেওয়ার প্রসঙ্গে বিজেপি কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারকে টেনেও হাত শিবিরকে তীব্র আক্রমণ শানিয়েছে। পদ্ম শিবিরের অভিযোগ, শিবকুমার তাঁর ভাইকে ভোট দেওয়ার জন্য ভোটারদের শাসাচ্ছেন। বলেছেন, ভাইকে ভোট না দিলে কোনও কাজ করা হবে না, এমনই অভিয়োগ বিজেপির।

    রাজু কাগেকে নিয়ে আগেও বিতর্কদানা বেঁধেছিল। চিক্কোড়ির কাগওয়াদ এমন মন্তব্য করার জন্য কুখ্যাত। মঙ্গলবার এই কংগ্রেস বিধায়ক তাঁর জনসাধারণের জন্য দেওয়া বক্তৃতার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে চমকপ্রদ মন্তব্য করার পরে শিরোনাম করেছিলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মারা গেলে কী হবে? ১৪০ কোটি জনসংখ্যার দেশের কেউকি প্রধানমন্ত্রী হবেন না? আজকের তরুণরা মোদীকে মোদী বলে। তুমি তার পিছনে ঢোকাচ্ছ কেন?’

    এবার সেই তালিকায় নতুন সংযোজন হলো ভোটারদের সরাসরি হুমকি।
  • Link to this news (এই সময়)