'১০ বছর পর হঠাৎ কী ভাবে বিপদে হিন্দুরা?' বিজেপিকে বিঁধে প্রশ্ন কীর্তির
এই সময় | ০২ মে ২০২৪
হিন্দু জাতিয়তাবাদ নিয়ে বিজেপিতে একহাত নিলেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কীর্তি আজাদ। '১০ বছর ক্ষমতায় থাকার পরেও যদি বিজেপি বলে দেশে হিন্দুরা বিপদে রয়েছে, তাহলে তাদের ক্ষমতায় ফেরার প্রয়োজনীয়তা নিয়ে সন্দেহ তৈরি হয়', এমনটাই মন্তব্য করলেন কীর্তি। তাঁর আরও দাবি ইউনিফর্ম সিভিল কোড (UCC) ইস্যুটি নির্বাচনে সাম্প্রদায়িক রঙ দেওয়ার একটি চক্রান্ত, কারণ বিজেপির কাছে জনগণের সামনে তুলে ধরার মতো শক্তিশালী কোনও রিপোর্ট কার্ড নেই।'এখন কী ভাবে বিপদে হিন্দুরা?'বিজেপিকে নিশানা করে আজাদ আরও বলেন, 'মুঘল আমলে হিন্দুরা বিপদে পড়েনি, ব্রিটিশ আমলে তারা কোনও সমস্যায় পড়েনি, এমনকী স্বাধীনতার পর বিভিন্ন সরকারের সময়েও হিন্দুরা কখনও কোনও হুমকির সম্মুখীন হয়নি। তাহলে একটি হিন্দু জাতীয়তাবাদী দল, যারা গত ১০ বছর ধরে ক্ষমতায় আছে, তাদের সময়ে হিন্দুরা হঠাৎ বিপদে পড়ল কীভাবে?' কীর্তি আজাদের কটাক্ষ, একটি হিন্দু দল যদি হিন্দুদের বাঁচাতে না পারে তাহলে তাদের ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া উচিত।
বিশ্বকাপজয়ী দলের প্রসঙ্গ টানলেন কীর্তি১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী ক্রিকেট দলের সদস্য কীর্তি আজাদ বলেন, 'যখন আমরা কাপ জিতেছিলাম তখন আমাদের দলে হিন্দু খেলোয়াড় ছিলেন, সৈয়দ কিরমানি ছিলেন একজন মুসলিম, বলবিন্দর সন্ধুতে ছিলেন একজন শিখ এবং রজার বিনি ছিলেন একজন খ্রিস্টান। আমরা সবাই একসঙ্গে লড়াই করে ভারতের হয়ে প্রথম বিশ্বকাপ জিতেছি। দেশের স্বাধীনতার জন্য এই সব ধর্মের মানুষ একত্রে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল। আর বিজেপি হিন্দুদের বিপদে পড়ার কথা বলছে।'
আগে কেন বাস্তবায়ন হয়নি ইউসিসি?আজাদ বলেন, 'বিজেপি প্রথম থেকেই ইউনিফর্ম সিভিল কোড আনার কথা বলে আসছে। ১৯৯৮ ও ১৯৯৯ সালেও এই প্রতিশ্রুতি দিয়েছিল তারা। এমনকী ২০১৫ সালে UCC তাদের নির্বাচনী ইস্তেহারে ছিল। গত এক দশকে যখন বিজেপি সরকারের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ছিল, তখন ইউসিসি বাস্তবায়নে কে বাধা দিল? এটি রাজনৈতিক অলংকার ছাড়া আর কিছুই নয়। ইউসিসি জার্মানির মতো দেশে প্রয়োগ করা যেতে পারে। কারণ তা একই জাতির দ্বারা গঠিত হয়েছে। কিন্তু ভারতের মতো দেশে এটা প্রয়োগ করা যায় না।'
২০২১ সালে তৃণমূলে যোগ দেন আজাদবিহারের দরভাঙ্গা আসনের প্রাক্তন বিজেপি সাংসদ তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভগবত ঝা আজাদের ছেলে কীর্তি আজাদ ৯০-এর দশকের শেষের দিকে অটল বিহারী বাজপেয়ী ও লালকৃষ্ণ আডবাণীর সময়ে বিজেপিতে যোগ দেন। তিনবারের সাংসদ আজাদ পরবর্তীতে দলীয় নেতৃত্বের সঙ্গে মত পার্থক্যের কারণে বিজেপি ছেড়ে ২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে যোগ দেন কংগ্রেসে। তারপর ২০২১ সালে যোগ দেন তৃণমূলে। এবার তাঁকে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্র থেকে টিকিট দিয়েছে ঘাসফুল শিবির।