• ফ্লোরিডা থেকে নিয়ে আসা হচ্ছে ভারত-পাকিস্তান ম্যাচের পিচ ...
    আজকাল | ০২ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: গতকালই ভারতের বিশ্বকাপের দল ঘোষণা হয়েছে। তারমধ্যেই বিশ্বমঞ্চে ভারত-পাকিস্তান দ্বৈরথের প্রস্তুতি শুরু হয়ে গেল। ৯ জুন নিউইয়র্কে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ। নাসাউ কাউন্টি স্টেডিয়ামের শেষমুহূর্তে প্রস্তুতি তুঙ্গে। ফ্লোরিডা থেকে নিউইয়র্কে ড্রপ ইন পিচ উড়িয়ে আনা হয়েছে। ২০টি সেমি ট্রেলর ট্রাকে পিচগুলো আনা হয়েছে। সেই পিচ বসানো হবে স্টেডিয়ামে। আইসিসির পক্ষ থেকে জানানো হয়, তাহোমা ৩১ বারমুডা ঘাস দিয়ে পিচ তৈরি করা হয়েছে। অস্ট্রেলিয়ার অ্যাডিলেডের আদলে পিচগুলো বানানো হয়েছে। সেগুলোর তত্ত্বাবধানে অ্যাডিলেডের প্রধান পিচ কিউরেটর ড্যামিয়েন হাফ। গত বছরের শেষদিক থেকে ফ্লোরিডায় এই ড্রপ ইন পিচ তৈরির কাজ শুরু হয়েছে। আইসিসির ইভেন্টে কমিটির প্রধান ক্রিস টেটলি বলেন, "এবারের বিশ্বকাপে এমন একটি জিনিস ঘটতে চলেছে যা এর আগে আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যায়নি। আমরা সবকিছু যাচাই করে এগোচ্ছি। আমরা আটটি ম্যাচই সুষ্ঠুভাবে করতে চাই।" চারটে পিচ থাকবে নাসাউ স্টেডিয়ামে। বাকিগুলো থাকবে স্টেডিয়াম সংলগ্ন প্র্যাকটিস মাঠের জন্য। 
  • Link to this news (আজকাল)