ক্যান্ডি ক্রাশেই আসক্তি, ফান্ড থেকে ৩০ লক্ষ টাকা দিলেন পুরোহিত! তারপর...
২৪ ঘন্টা | ০২ মে ২০২৪
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আমরা প্রায়ই বাচ্চাদের মোবাইল গেমগুলিতে অত্যধিক সময় ব্যয় করার বিষয়ে সতর্ক করি, কিন্তু কে ভেবেছিল যে একজন পুরোহিত সেই ফাঁদে পড়বে? হ্যা, তুমি ঠিক শুনছেন। মোবাইল গেমিংয়ের প্রতি আসক্তির কারণে, একজন ক্যাথলিক ধর্মযাজক নিজেকে ঝামেলায় জড়িয়েছেন। রেভারেন্স লরেন্স কোজাককে সম্প্রতি গ্রেফতার করা হয়েছে এবং তাঁর চার্চ থেকে প্রায় ৩৩ লক্ষ টাকা চুরি করার অভিযোগ আনা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে যে কোজাক এই অর্থটি ক্যান্ডি ক্রাশ এবং মারিও কার্টের মতো গেমগুলিতে "পাওয়ার-আপস" এর জন্য ব্যয় করেছেন৷