• জলের গর্তের নীচে সম্পূর্ণ আলাদা জগৎ, অন্য পৃথিবী, অমেয় রহস্যের অন্ধকার...
    ২৪ ঘন্টা | ০২ মে ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গবেষকরা গভীর জলের নীচে একটি সিঙ্কহোল আবিষ্কার করেছেন। এতোটাই গভীর যে তাঁরা এখনও ওই সিঙ্কহোলটির নীচ অবধি পৌঁছাতে পারেননি।

    তাম জা' ব্লু হোল (TJBH), যা মেক্সিকোর ইউকাটান উপদ্বীপের দক্ষিণ-পূর্ব উপকূলে অবস্থিত , এটি বিশ্বের গভীরতম সিঙ্কহোল। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে কমপক্ষে ৪২০ মিটার (১৩৮০ ফুট) নীচে বিস্তৃত। সিঙ্কহোল আসলে সমুদ্রের মধ্য়ে তৈরি হওয়া এক গভীর গর্ত বা কূপ যার মধ্যে ঘূর্ণির সৃষ্টি হয়। এটি ১৪৬ মিটার (৪৮০ ফুট) গভীর, বিশেষজ্ঞরা যখন ২০২১ সালে ব্লু হোল আবিষ্কার করেছিলেন তখন প্রথম নথিভুক্ত করেছিলেন।

     
  • Link to this news (২৪ ঘন্টা)