• 'বাজি, মিষ্টি কিনে এনেছিলাম'! বিশ্বকাপে নেই ছেলে, শোকে ভেঙে পড়েছেন বাবা-মা
    ২৪ ঘন্টা | ০২ মে ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতীয় ক্রিকেটমহলের অনেকেই নিশ্চিত ছিলেন যে, আসন্ন টি-২০ বিশ্বকাপের (India's T20 World Cup Squad) দলে রিঙ্কু সিংয়ের ( Rinku Singh) টিকিট কনফার্মড। তাঁকে নিয়েই হবে দল। গত মঙ্গলবার দুপুরে যখন জাতীয় দলের নির্বাচকরা বিশ্বকাপের দল ঘোষণা করলেন, তা দেখে অনেকেই চমকে গিয়েছেন। ১৫ সদস্য়ের দলে জায়গা হয়নি রিঙ্কুর!দেশের জার্সিতে ১৫টি টি-২০ ম্য়াচে ১৭৬.২৩-এর স্ট্রাইক রেটে ৩৫৬ রান করা রিঙ্কুর গড় ৮৯.০০! এহেন রিঙ্কু রয়েছেন রিজার্ভে। মূল স্কোয়াডে এসেছেন সিএসকে স্টার শিবম দুবে। রিঙ্কু যে প্রথম পনেরোতে থাকবেন না, তা ভাবতেও পারেননি তাঁর বাবা খানচন্দ্র সিং। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, যে বাড়িতে আগাম উদযাপনের আয়োজন করে ফেলেছিলেন তাঁরা। কিন্তু দল ঘোষণার পর শোকে ভেঙে পড়েছেন তাঁরা।এক সাক্ষাৎকারে খানচন্দ্র সিং বলেন, 'রিঙ্কু টি-২০ বিশ্বকাপের দলে সুযোগ পাবে বলে আমাদের অনেক প্রত্যাশা ছিল। জানেন বাড়িতে বাজি ও মিষ্টি কিনে এনে রেখেছিলাম। ভেবেছিলাম যে ও প্রথম একাদশে থাকবে। রিঙ্কুর হৃদয় তো ভেঙেছেই, সঙ্গে আমাদেরও। মাকে ও ফোন করে বলেছে যে, ওকে এগারো বা পনেরোর মধ্য়ে রাখা হয়নি। তবে ওর মনের মধ্য়ে কী চলছে তা ও বলেছে।' কেকেআরের অফিসিয়াল ইউটিউব পেজে রিঙ্কুর একটি সাক্ষাৎকার রয়েছে। সেখানে তিনি বলেছিলেন যে, একটা সময়ে চোটের জন্য খেলতে পারছিলেন না তিনি। যা দেখে তাঁর বাবা ২-৩ দিন কিছু খাননি। সেই সময় রিঙ্কুই ছিলেন বাড়ির একমাত্র রোজগেরে ছেলে। রিঙ্কুর বাবা একসময় বাড়ি বাড়ি এলপিজি সিলিন্ডারও ডেলিভারি করেছেন, সংসার টানার জন্য়। 

      

    সাম্প্রতিক ভারতীয় ক্রিকেটে খুব অল্প সময়ের মধ্য়ে যে নিজের জাত চিনিয়েছেন রিঙ্কু। কেকেআরেরনায়ক সাদা বলের ক্রিকেটে পাঁচ এবং ছয় নম্বর জায়গায় আগামীর তারকা হিসেবে প্রমাণ করেছেন নিজেকে। তাঁকেই ভাবা হচ্ছে প্রকৃত 'ফিনিশার' হিসেবে। ২০২৩ সালের আইপিএল-এর ১৪ ম্যাচে ৪৭৪ রান করেছিলেন রিঙ্কু। সর্বোচ্চ লখনউ সুপার জায়ান্টের বিরুদ্ধে ৩৩ বলে অপরাজিত ৬৭ রান। গড় ৫৯.২৫। স্ট্রাইক রেট ১৪৯.৫৩। সঙ্গে ছিল চারটি অর্ধ শতরান। এরপর থেকে আর রিঙ্কুরে পিছন ফিরে তাকাতে হয়নি। শুধুই এগিয়ে গিয়েছেন তিনি। তবে রিঙ্কুহীন বিশ্বকাপ ভাবতেই পারছেন না অনেকে।

      
  • Link to this news (২৪ ঘন্টা)