তৃণমূলের রাজ্য সম্পাদক পদ থেকে অপসারণ, মুখ খুললেন কুণাল ঘোষ
এই সময় | ০২ মে ২০২৪
বুধবার ভোটবঙ্গে আচমকাই তোলপাড়। কুণাল ঘোষকে দলের রাজ্য সম্পাদক পদ থেকে সরানোর সিদ্ধান্ত নেয় তৃণমূল। এবার এই নিয়ে মুখ খুলেছেন কুণাল ঘোষ।
বুধবার উত্তর কলকাতায় একটি রক্তদান শিবিরে তাঁকে একমঞ্চে দেখা যায় BJP প্রার্থী তাপস রায়ের সঙ্গে। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি তাপসের প্রশংসা করেন। এরপরেই কুণালের বিরুদ্ধে কড়া পদক্ষেপ দলের।বুধবার সন্ধ্যার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হন কুণাল ঘোষ। তিনি দাবি করেন, সোশ্যাল মিডিয়া থেকে দলের মুখপাত্র এবং রাজ্য সম্পাদকের পরিচিতি তিনি ব্যবহার করেন না। তিনি নিজে থেকে অব্যাহতি চেয়েছিলেন। সেক্ষেত্রে তাঁকে সরানোর অর্থ খুঁজে পাচ্ছেন না বলে জানান কুণাল ঘোষ।
এদিকে তাপসের সঙ্গে মঞ্চ ভাগ নিয়েও এদিন ব্যাখ্যা দেন কুণাল ঘোষ। তিনি বলেন, 'ওই মঞ্চ অরাজনৈতিক ছিল। সৌজন্যের জন্য তিনি সেখানে গিয়েছিলেন। তাপস রায় যে একজন ভালো নেতা, তা দীর্ঘদিন তাঁর সঙ্গে কাজ করে বুঝেছেন এবং সেই অভিব্যক্তিটুকু ব্যাক্ত করেছেন তিনি।
কুণাল ঘোষ এদিন নাম না করে ডেরেক ও'ব্রায়েনকে তোপ দাগেন। তিনি বলেন, 'আমি নিজে থাকতে চাইনি। এক্ষেত্রে আমি মিসফিট, অব্যাহতি দেওয়া হোক আগেই বলেছি। এরপরেও ক্যুইজ মাস্টার কী ভাবে এই রকম বিবৃতি দেন তা জানি না।'
এদিন দেবের প্রসঙ্গও উঠে আসে কুণালের কণ্ঠে। তিনি বলেন, 'যেই মিঠুন চক্রবর্তী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন তাঁকে দেব যখন বাবার মতো বলেন এবং কিডনি দিতে পারেন বলে জানান সেই সময় তো ক্যুইজ মাস্টার জেগে ওঠে না? আমি কী দোষ করেছি? আজ আমাকে অগ্নিপরীক্ষা দিতে হবে? দলে যাঁরা লড়াকু তাঁদের কেন অগ্নিপরীক্ষা দিতে হবে? কারও সঙ্গে দেখা হলেই রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন উঠবে এমন হয় নাকি?'
কুণালের এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কুণাল ঘোষের সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কের কথা নতুন নয়। সার্বিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে তাঁর মন্তব্য এবং তাঁর বিরুদ্ধে দলীয় পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
এদিকে কুণাল ঘোষের অপসারণ প্রসঙ্গে অর্জুন সিং বলেন, 'ও সত্যি কথা বলেছে, তাই ওকে অপসারিত করা হয়েছে।' সব মিলিয়ে রাজ্যে তৃতীয় দফা নির্বাচনের আগে এই সিদ্ধান্ত নিয়ে চর্চা শুরু হয়েছে।