West Bengal Rain : 'গনগনে গরম'-এর হাত থেকে অবশেষে মুক্তি, বৃষ্টি নিয়ে সুখবর হাওয়া অফিসের
এই সময় | ০২ মে ২০২৪
৪০ ডিগ্রির নীচে তাপমাত্রা কিছুতেই নামছে না। গরমে রীতিমতো নাজেহাল সাধারণ মানুষ। বুধবার কিছু কিছু জেলায় বৃষ্টিপাত হলেও তার সরাসরি কোনও প্রভাব কলকাতার উপর পড়েনি। ফলে গরম একেবারেই কমেনি। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, কবে হবে বৃষ্টিপাত?কবে বৃষ্টি?
অবশেষে বৃষ্টি নিয়ে সুখবর দিল আলিপুর আবহাওয়া দফতর। সোম এবং মঙ্গলবার ৬ ও ৭ জুলাই কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই রয়েছে বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। শনিবার থেকে উপকূলে শুরু হবে বৃষ্টিপাত। রবিবার পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া , মুর্শিদাবাদ, বীরভূম এই ছয় জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে।
কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
শহর কলকাতায় এই মুহূর্তে বেলা হলেই আতঙ্ক বাড়ছে। তাপমাত্রা যেন ঝলসে দিতে চায়। আপাতত বৃহস্পতিবার অবস্থার খুব একটা বদল হবে না। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টায় রাজ্যের তাপমাত্রা থাকতে পারে সর্বোচ্চ ৪২ ডিগ্রি এবং সর্বনিম্ন ৩০ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ৬.৬ ডিগ্রি বেশি এবং বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৯.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৮৩ শতাংশ এবং সর্বনিম্ন ২৩ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় স্বস্তির কোনও সম্ভাবনা নেই। তবে সপ্তাহান্তে হতে পারে স্বস্তির বৃষ্টি।
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
এখনও দুই দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজায় থাকবে চরম অস্বস্তি। বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর জেলায় থাকবে তাপপ্রবাহের চরম সতর্কবার্তা। কলকাতা সহ সমস্ত জেলাতেই তাপপ্রবাহ হতে পারে। শুক্র ও শনিবার দক্ষিণবঙ্গের তাপপ্রবাহ পরিস্থিতি থাকবে সব জেলাতেই। রবিবারও দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকতে পারে।
সোম এবং মঙ্গলবার ৬ ও ৭ জুলাই কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শনিবার থেকে উপকূলে বৃষ্টি শুরু হবে। রবিবার পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এই ছয় জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পঙে চলবে বৃষ্টিপাত। শনিবার ৪ মে বৃষ্টি বাড়বে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার , কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে।