Amethi Raebareli Candidate: মনোনয়ন জমার শেষ লগ্নে 'সাসপেন্সের' অবসান! বৃহস্পতিতে অমেঠি-রায়বরেলিতে প্রার্থী ঘোষণা কংগ্রেসের
এই সময় | ০২ মে ২০২৪
তৃতীয় দফার ভোট এগিয়ে আসছে। ৭ মে দেশজুড়ে তৃতীয় দফার নির্বাচন। তবে এখনও পর্যন্ত দুই গুরুত্বপূর্ণ কেন্দ্র রায়বরেলি ও অমেঠিতে প্রার্থী ঘোষণা করেনি কংগ্রেস। দেশজুড়ে জল্পনা বাড়ছে এই দুই আসনে কাদের প্রার্থী ঘোষণা করবে হাত শিবির। একাধিক জল্পনাও চলছে। তবে সব 'সাসপেন্সের' অবসান হতে পারে বৃহস্পতিবার, ২ মে। অর্থাৎ মনোনয়নের একদিন আগে এই দুই আসনে প্রার্থী ঘোষণা করতে পারে কংগ্রেস।অমেঠি ও রায়বরেলি দুই আসনে দল প্রিয়াঙ্কা বা রাহুল গান্ধীকে কাকে দাঁড় করায় জল্পনা তা নিয়েই। এই দুই আসনে ভাই-বোন লড়বেন নাকি অন্য় কেউ, তা নিয়ে গুঞ্জন চলছে রাজনৈতিক মহলের অন্দরে। জল্পনা বাড়ছে দলের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী, দলের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বঢরাকে নিয়ে। ২০১৯ সালের আগে পর্যন্তও অমেঠি কংগ্রেসের গড় বলেই পরিচিত ছিল। তবে সেবার লোকসভা নির্বাচনে সব হিসাব নিকাশ পালটে দেন বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। ১৯-এর নির্বাচনে কেরালার ওয়েনাড় ও অমেঠি দুই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন রাহুল। ওয়েনাড় থেকে জয় পেলেও অমেঠিতে স্মৃতি ইরানির কাছে হেরে যান রাহুল। ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত এই কেন্দ্রেরই সাংসদ ছিলেন রাহুল। গত নির্বাচনে সেই ধারা ভেঙে কংগ্রেস গড়ে ধাক্কা লাগে। গত ২৬ এপ্রিল ভোটগ্রহণ হয়েছে কেরালার ওয়েনাড়ে। রাহুল গান্ধী দ্বিতীয়বারের জন্য সে কেন্দ্রে থেকে সাংসদ নির্বাচিত হওয়ার দৌড়ে রয়েছেন। এবার শুধুমাত্র ওয়েনাড় থেকেই প্রতিদ্বন্দ্বিতা করেছেন রাহুল। পাশাপাশি তিনি অমেঠি বা রায়বরেলি থেকেও লড়েন কিনা সেটাই এখন দেখার।
সাবেক লোকসভা সাংসদ সোনিয়া গান্ধী রায়বরেলি আসনটি ছেড়ে রাজ্যসভায় পাড়ি দিয়েছেন। ২০০৪ সাল থেকে তিনি এই কেন্দ্রের সাংসদ। শারীরিক অসুস্থতার কারণে তিনি লোকসভা নির্বাচনে না দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। এই আসন থেকে সোনিয়া-কন্যা প্রিয়াঙ্কাকে নিয়ে জল্পনা চলছে। অন্য়দিকে আবার এও শোনা যাচ্ছে এই আসনে প্রিয়াঙ্কাকে নাও টিকিট দিতে পারে কংগ্রেস। কারণ এমনিতেই কংগ্রেসকে বরাবর পরিবারবাদ নিয়ে আক্রমণ করে বিজেপি। সেক্ষেত্রে প্রিয়াঙ্কাকে এই আসন থেকে প্রার্থী করলে ফের পরিবারবাদ ইস্যুতে আক্রমণের ঝাঁঝ আরও বাড়াতে পারে গেরুয়া শিবির।
জল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবারেই দুই আসনে প্রার্থী ঘোষণা হতে চলেছে বলে জানিয়েছে কংগ্রেস। দলের সেন্ট্রাল ইলেকশন কমিটি ইতিমধ্যেই দুই কেন্দ্রে প্রার্থীদের নামে সিলমোহর ফেলে দিয়েছে বলে সূত্র মারফত খবর। বৃহস্পতিবারের মধ্যেই নাম ঘোষণা হবে এমনটাই জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'কেউ ভয় পেয়ে নেই। কেউ কোথাও পালিয়ে যাচ্ছে না।'