আরও দুদিন তাপপ্রবাহের জ্বালা, বৃষ্টির আশায় দিন গুনছে বাংলা
প্রতিদিন | ০২ মে ২০২৪
স্টাফ রিপোর্টার: অবশেষে স্বস্তির বার্তা দিল আলিপুর আবহাওয়া দপ্তর (Alipore Weather Office)। আগামী সপ্তাহে তীব্র দাবদাহ থেকে স্বস্তি পেতে চলেছে শহরবাসী। সোমবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অফিস। বুধবার আলিপুর আবহাওয়াবিদ সৌরীশ বন্দ্যোপাধ্যায় বলেন, সোম এবং মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টিপাত হবে। তাপমাত্রাও কিছুটা কমবে।
দহন জ্বালায় পুড়ছে রাজ্যবাসী। চব্বিশের গরম যেন সব রেকর্ড ভাঙতে চলছে। ইতিমধ্যে কলকাতার পারদ ৪৩ ডিগ্রিতে পৌঁছে গেছে। ১৯৫৪ সালের ২৫ এপ্রিল কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৩.৩ ডিগ্রি সেলসিয়াস। এটাই ছিল এপ্রিলের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। এবার সেই রেকর্ড ভাঙার পথে রয়েছে মহানগর। তাপমাত্রার সঙ্গে এবার গ্রীষ্মে দোসর হয়েছে তাপপ্রবাহ। টানা তাপপ্রবাহে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাসিন্দাদের প্রাণ ওষ্ঠাগত। একফোঁটা বৃষ্টির জন্যে চাতক পাখির মতো হাহাকার করছে। তবে এদিনই কিছুটা হলেও স্বস্তি পেয়েছে পূর্ব মেদিনীপুরের দিঘা। অল্প কিছুক্ষণের বৃষ্টিতে ভিজেছে সৈকত শহর।