IMD Weather Forecast: কালবৈশাখী না তাপপ্রবাহ? মে মাসে কেমন থাকবে আবহাওয়া? মুখ খুলল আবহাওয়া দফতর
এই সময় | ০২ মে ২০২৪
লোকসভা ভোট চলছে। দু'দফার ভোট মিটেছে। আর পাঁচ দফার ভোট বাকি রয়েছে। মে মাসে রয়েছে চার দফার ভোট। ভোট উত্তেজনার মাঝে তাপমাত্র কমার কোনও লক্ষণই নেই। বরং তাপমাত্রা ঊর্ধ্বমুখী। ৭মে তৃতীয় দফায় ভোট। আর ভোটের আবাহে কাঠফাটা গরম। চরম তাপপ্রবাহের মধ্য়ে গত দুই দফায় বুথমুখী হয়েছেন ভোটাররা। বাকি পাঁচ দফার ভোটের দিন কেমন থাকবে আবহাওয়া? জ্বালাপোড়া গরমের থেকে কি একটুও স্বস্তির সম্ভাবনা রয়েছে তাই এখন লাখ টাকার প্রশ্ন।
তবে আশার বাণী শোনাল না আবহাওয়ার দফতর। দিল্লি, সহ একাধিক রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে বাকি পাঁচ দফা নির্বাচনের দিনগুলিতে গরম কমার পূর্বাভাস নেই। বরং জ্বালাপোড়়া গরমেই হবে ভোট। বুধবার আবহাওয়ার দফতরের পূর্বাভাস ভোটের দিনগুলিতে দেশের বেশির ভাগ অংশেই দিনের তাপমাত্রার পারদ পার করবে সর্বোচ্চ গণ্ডি। মে মাসে উত্তরের ভূমি, মধ্য় ভারত, উপকূলীয় অঞ্চলের আশপাশে বেশির ভাগ দিনে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।তবে উত্তর-পূর্ব ভারত, উত্তর-পশ্চিম ভারত ও মধ্য ভারতের কিছু অংশ ও উত্তর-পূর্ব উপদ্বীপের পার্শ্ববর্তী অঞ্চলে তাপামাত্রা স্বাভাবিক থেকে স্বাভাবিক থেকে নীচে থাকতে পারে পূর্বাভাস আবহওয়া দফতরের। তবে ৭, ১২, ২০ ও ২৫ মে মোটামুটি যে ২০০ আসনে ভোট রয়েছে সেই জায়াগুলির বেশিরভাগ অঞ্চলেই তীব্র গরমের সম্ভাবনা। সপ্তম তথা শেষ ধাপে ভোট হবে ১ জুন। আগামী চার দফায় ভোট রয়েছে ২৯৫ আসনে। অন্য়দিকে শেষ দফায় ভোট রয়েছে ৫৭ লোকসভা আসনে।
মে মাসের তাপমাত্রা ও বৃষ্টির পূর্বাভাস মাসিক রিপোর্ট প্রকাশ করেছেন আইএমডি প্রধান মৃত্যুঞ্জয় মহাপাত্র। রিপোর্ট অনুযায়ী পূর্বাভাস, 'দক্ষিণ রাজস্থান, পশ্চিম মধ্য় প্রদেশ, বিদর্ভ, মারাঠওয়াড়া, গুজরাট অঞ্চলে প্রায় পাঁচ থেকে আট দিন চলতে পারে তাপপ্রবাহ যা স্বাভাবিকের থেকে বেশি। তিনি জানিয়েছেন, রাজস্থান, পূর্ব মধ্যপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, ইউপি এবং ছত্তিশগড়ের কিছু অংশ, অভ্যন্তরীণ ওড়িশা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি অংশে ২-৪ দিন বেশি তাপপ্রবাহ বইতে পারে। আইএমডি প্রধান আরও জানিয়েছেন, রাজস্থান, পূর্ব মধ্য প্রদেশ, পঞ্জাব, হরিয়ানা, ছত্তিশগড়,দিল্লি, উত্তর প্রদেশ ও ছত্তিশগড়ের কিছু এলাকা, ওড়িশার কিছু অংশ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, উত্তর কর্নাটক, তেলঙ্গানা ও অন্ধ্র প্রদেশের কিছু অংশে স্বাভাবিকের চেয়ে দুই চারদিন বেশি তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। দিল্লি-এনসিআর-এ এই মাসে পাঁচ থেকে সাতদিন লু বইতে পারে।