Gym Death News : জিমে আচমকা মাথা ব্যথা! শরীর চর্চার মাঝেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন যুবক, দেখুন মর্মান্তিক ভিডিয়ো
এই সময় | ০২ মে ২০২৪
শরীর চর্চা করতে ভালোবাসতেন। নিয়মিত জিমে যেতেন যুবত। তবে নিয়তিতে যে এমন কথা লেখা ছিল কে জানত। রোজকার মতো শরীর চর্চা করতে গিয়েছিলেন ৩২ বছর বয়সী যুবক। তবে জিম শেষে আর ঘরে ফেরা হল না।বুধবার উত্তর প্রদেশের বারাণসীতে এক জিমে শরীর চর্চা করার সময় মৃত্য়ু হয়েছে ৩২ বছর বয়সী এক যুবকের। শরীর চর্চায় করার সময়ই আচমকাই মৃত্যুর কোলে ঢলে পড়েন যুবক। সামনে এসেছে ঘটনার সিসিটিভি ফুটেজও। মৃত যুবকের নাম দীপক গুপ্তা। মনে করা হচ্ছে জিম করার সময় আচমকা ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছছিলেন তাঁর। সিসিটিভি ফুটেজে দেখা যায়, শরীর চর্চায় মাঝেই বেশ কিছু মাথা নিচু করে একটি বেঞ্চে বসেছিলেন দীপক। হয়তো বা প্রচণ্ড মাথার যন্ত্রণা অনুভব করে মাথা নিচু করে বসেছিলেন তিনি। বসে থাকতেই থাকতেই আচমকা মাটিতে পড়ে যান তিনি। তাঁকে আচমকা পড়ে যেতে দেখে ছুটে আসনে জিমের অন্য়ান্য সদস্য়রা। পাশে থাকা যুবকরা তাঁকে জল খাওয়ানোর চেষ্টা করে। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
দেখুন ভিডিয়ো
গত বছর জিম করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয় ফিটনেস ইনফ্লুয়েন্সার জাস্টিন ভিকির। ১৫ জুলাই ইন্দোনেশিয়ার বালিতে একটি জিমে ভারী ওজন তুলতে গিয়েই প্রাণ যায় জাস্টিনের। ২১০ কেজির ওজন নিয়ে স্কোয়াট প্রেস করতে গিয়ে ৩৩ বছর বয়সি যুবকের শরীরে অস্বস্তি শুরু হয়। সেই ভার নিয়ে আর সোজা হয়ে দাঁড়াতে পারছিলেন না জাস্টিন, কোনও রকমে ঘাড়ের পিছন দিকে ওজন ফেলে দিয়ে ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি। পিছনেই দাঁড়িয়েছিলেন জাস্টিনের স্পটার। স্পটারের গায়েই বেসামাল হয়ে পড়ে যান জাস্টিন। ভারী ওজন তোলার কারণে ঘাড়ে চোট লাগে তাঁর। চাপের কারণে হৃদ্যন্ত্র ও ফুসফুস সংলগ্ন স্নায়ুও ক্ষতিগ্রস্ত হয়। অচেতন অবস্থায় জাস্টিনকে হাসপাতালে ভর্তি করা হয়। অস্ত্রোপচার চলাকালীন মৃত্যু হয় সমাজমাধ্যম প্রভাবীর।
গত বছর অগাস্ট মাসে জিম করতে করতে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন বাঁশদ্রোণীর এক যুবতী। আচমকা বুকে ব্যথা অনুভব করতে শুরু করে। কিছুক্ষণ পরে জিমের মধ্য়েই অজ্ঞান হয়ে যায়। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃত ওই যুবতীর নাম ঋত্বিকা দাস। তাঁর বাড়ি বাঁশদ্রোণীর নিরঞ্জন পল্লীতে।