• হাওড়ায় পঞ্চায়েত অফিসে চলল গুলি, প্রধানের বাবা সহ জখম ২
    দৈনিক স্টেটসম্যান | ০২ মে ২০২৪
  • কলকাতা, ২ মে: হাওড়ায় ভরদুপুরে লোকজনে ভরা পঞ্চায়েত অফিসে চলল গুলি। গুলিতে জখম হয়েছেন দুইজন ব্যক্তি। জখমদের মধ্যে রয়েছেন ওই পঞ্চায়েত প্রধানের বাবাও। আজ, বৃহস্পতিবার দুপুর ১টা নাগাদ ঘটনাটি ঘটেছে বাঁকড়ার তিন নম্বর পঞ্চায়েতে। লোকসভা ভোট চলাকালীন এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে হাওড়া জেলায়। আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার বাসিন্দারা। এলাকায় মোতায়েন করা হয়েছে ডোমজুড় থানার বিশাল পুলিশ বাহিনী। এমনকি পার্শ্ববর্তী থানা থেকেও পুলিশ এনে মোতায়েন করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই এই ঘটনাটি ঘটেছে। অনেকের অভিযোগের তীর স্থানীয় বিধায়কের দিকে। এদিকে ভোটের মুখে দিনেদুপুরে এই গুলি চালানোর ঘটনায় এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সাধারণ মানুষ পঞ্চায়েত সহ অন্যান্য সরকারি অফিসে পরিষেবা গ্রহণে যেতেও সাহস পাচ্ছেন না।
    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে পঞ্চায়েত অফিসে লোকজন ভর্তি। সাধারণ মানুষ পরিষেবা নেওয়ার জন্য অফিসে আসেন। সেসময় আচমকা তিনজন দুষ্কৃতী অফিসে ঢোকে। ঘটনার সময় তাদের মুখে কালো কাপড় বাঁধা ছিল। অফিসে ঢুকেই দুষ্কৃতীরা পরপর গুলি চালায়। এভাবে পাঁচ রাউন্ড গুলি ছোঁড়ে বলে অভিযোগ। এরপর ওই পঞ্চায়েত অফিস থেকে বেরিয়েই পালিয়ে যায়। দুষ্কৃতীদের ছোঁড়া সেই গুলি পঞ্চায়েত প্রধান টুকটুকি শেখের বাবা সহ আরও একজনের গায়ে লাগে। ঘটনার খবর পেয়ে ডোমজুড় থানার বিশাল পুলিশ বাহিনী সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)