কলকাতা সহ দক্ষিণবঙ্গে টানা ৩ দিন ঝমঝমিয়ে বৃষ্টি, নামবে তাপমাত্রাও
এই সময় | ০২ মে ২০২৪
তাপমাত্রা ধীরে ধীরে কমবে! আগামী চার থেকে পাঁচ দিনে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে, স্বস্তি দিয়ে পূর্বাভাস এমনটাই। পাশাপাশি স্বস্তির বৃষ্টির সম্ভাবনাও রয়েছে শীঘ্রই, সুখবর এমনটাই। বৃহস্পতিবার দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। আগামী ৬ মে অর্থাৎ সোমবার থেকে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় রয়েছে স্বস্তির বৃষ্টির সম্ভাবনা।কমবে তাপমাত্রা
দক্ষিণবঙ্গে ধীরে ধীরে তাপমাত্রা বদল হতে পারে। বঙ্গোপসাগরের জলীয় বাষ্পপূর্ণ হাওয়া প্রবেশ করবে। শনিবার থেকে উপকূলের জেলাগুলিতে শুরু বৃষ্টিপাত। পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। সোমবার আরও বাড়বে বৃষ্টি। দক্ষিণবঙ্গের সব জেলাতেই সোম ও মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই শনিবার তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে।
পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম এবং বাঁকুড়া জেলাতে তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা। বেলা বাড়লে জেলাগুলিতে রীতিমতো লু বইবার সম্ভাবনা থাকছে। শনিবার তাপপ্রবাহের সতর্কবার্তা সাত জেলাতে। এই জেলাগুলি হল পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম, পশ্চিম মেদিনীপুর পূর্ব ও পশ্চিম বর্ধমান। এই জেলাগুলিতে গরম এবং অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। রবিবার জেলায় জেলায় গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া? উত্তরবঙ্গের মালদা ও দক্ষিণ দিনাজপুরের কিছু এলাকায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। উত্তর দিনাজপুরে তাপপ্রবাহের প্রভাব কমবে। শুক্রবার থেকে গরম ও অস্বস্তি থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। ঝড় ও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়াও দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই পাঁচ জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। শনিবার থেকে বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা বাড়তে পারে। সোম এবং মঙ্গলবারও চলবে বৃষ্টি।
এদিকে সামনের সপ্তাহে উত্তর-পশ্চিম ভারতের তাপমাত্রা আরও বাড়বে। মধ্যভারত এবং পশ্চিম ভারতেও তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। শুক্রবার থেকে সোমবারের মধ্যে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, হরিয়ানা, উত্তরপ্রদেশের কিছু অংশ। এই বছর বর্ষায় বৃষ্টি স্বাভাবিকের থেকে বেশি হবে, প্রাথমিকভাবে এমনটাই পূর্বাভাস সামনে এসেছে।