তিনি এই মুহূর্তে বাংলার একবার ISF বিধায়ক। রাজনীতিতেও অল্প সময়ে তিনি বেশ 'ফোকাস'-এ এসেছেন। কথা হচ্ছে নওশাদ সিদ্দিকির। বৃহস্পতিবার তাঁর জন্মদিন। দলীয় কর্মীদের থেকে তিনি শুভেচ্ছাবার্তা পেয়েছেন। কিন্তু, জন্মদিনে আলাদা করে নিজের জন্য সময় পাননি তিনি। বরং ব্যস্ত প্রচারে।কিন্তু, প্রচারের পাশাপাশি পরিবারের তরফে আরও একটি চাপ অনুভব করছেন তিনি। মাঝে মধ্যে গুরুজনদের অভিমানের মুখোমুখিও হতে হচ্ছে। আসলে নওশাদকে বিয়ে করার জন্য বিস্তর সাধছে তাঁর পরিবার। এদিকে নিজেকে একটু 'গুছিয়ে নিতে' চাইছেন নওশাদ। তবে বিয়ে করতে হবে, তা মানছেন এই ISF বিধায়ক।
জন্মদিন আলাদা করে সেলিব্রেট করেন না নওশাদ। তিনি বলেন, 'বয়স বাড়ছে ঠিক কথা। সকলের নির্দিষ্ট আয়ু রয়েছে। বাঁচার দিন থেকে সময় কমছে। রাজনীতিতে আসার পর তো আরও সময় হয় না আলাদা করে সেলিব্রেশন করার।' জন্মদিনে ‘ভাইজান’ (আব্বাস সিদ্দিকি)-এর দোয়াকে সম্বল করে প্রচারে যাচ্ছেন নওশাদ।
এই বছরই কি তবে বিয়ের পিঁড়িতে নওশাদ? হাসিমুখে তিনি বলেন, ‘বাড়ির লোকজনেরা চাইছে যত তাড়াতাড়ি সম্ভব আমি বিয়ে করি। আমি একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। তবে ভাগ্য বলে একটা বিষয় রয়েছে। সৃষ্টিকর্তার হুকুম না হলে হবে না। তাঁর হুকুম হলে হবে।
এদিকে বিয়ের প্রসঙ্গ আসতেই লাজুক স্বরে নওশাদের জবাব, 'সময়ের সঙ্গে সঙ্গে বিয়ে তো করতেই হবে। এখন ভোট চলছে। এখন কোনও সম্ভাবনা নেই। তারপর... (২ সেকেন্ডের নীরবতা, তারপর হাসিমুখে মন্তব্য) বাড়ি থেকে সবসময় একটাই বিষয় নিয়ে আমাকে চাপে রেখে তা হল বিয়ে।' এই বছরই কি তবে বিয়ের পিঁড়িতে নওশাদ? হাসিমুখে তিনি বলেন, ‘বাড়ির লোকজনেরা চাইছে যত তাড়াতাড়ি সম্ভব আমি বিয়ে করি। আমি একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। তবে ভাগ্য বলে একটা বিষয় রয়েছে। সৃষ্টিকর্তার হুকুম না হলে হবে না। তাঁর হুকুম হলে হবে।'
অর্থাৎ এই বছরই বিয়ের সম্ভাবনার কথা উড়িয়ে দিচ্ছেন না নওশাদ। কিন্তু, এখনও মনের মানুষ পাননি, স্পষ্ট জানালেন নওশাদ। তিনি বলেন, 'বাড়ির লোক বড় করেছে। তাঁদের মতামতকে প্রাধান্য দিতে চাই। তবে সময়ের সঙ্গে কাউকে ভালো লাগলে বাড়িতে বলতে পারি। তবে এখনও প্রেম জীবনে আসেনি।'
একইসঙ্গে ডায়মন্ড হারবার থেকে ভোটে লড়তে না পারা নিয়েও আক্ষেপ শোনা গেল তাঁর কণ্ঠে। নওশাদ বলেন, 'আমিও রক্তে মাংসে গড়া মানুষ। আমারও আবেগ রয়েছে। আমি যা ইচ্ছে করেছিলাম তা হল না। একটু তো খারাপ লাগছে। তবে দল যে বড় দায়িত্ব দিয়েছে তা পালন করছি। আজ হলে মোট ২৮টা জনসভা করেছি।'